ভারতীয় ফুটবল দলকে বিদায় জানাচ্ছেন সুনীল ছেত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ মে ২০২৪, ১২:৫৫
বিখ্যাত ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। ৬ জুন কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবেন তিনি।
সুনীল ছেত্রী ভারতের হয়ে ১৫০টি ম্যাচ খেলেছেন এবং ৯৪টি গোল করেছেন। ভারতের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল তারই। বিশ্ব ফুটবলে দেশের হয়ে খেলে গোল করার তালিকাতেও ওপরের দিকে আছেন সুনীল।
৩৯ বছর বয়সী এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) ১০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তিনি জানান, আগামী ৬ জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে ম্যাচই হবে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।
সুনীল বলেন, ‘যেদিন ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে নেমেছিলাম, সেই দিনের কথা কখনো ভুলতে পারব না। সেই অনুভূতি বলে বোঝাতে পারব না। অভিষেক ম্যাচে গোলও করেছিলাম।’
২০০৫ সালে সুনীল ভারতীয় দলে প্রথম খেলেন। কিছুদিনের মধ্যে তিনি ভারতীয় দলের এক নম্বর স্ট্রাইকার হয়ে ওঠেন। তার গোল করার দক্ষতা, নাছোড় লড়াই, দেশের হয়ে মাঠে নেমে নিজেকে উজাড় করে দেয়া বারবার প্রশংসিত হয়েছে। সাম্প্রতিককালে তিনিই ভারতীয় ফুটবলের সবচেয়ে আলোচিত ফুটবলার।
তার অবসরের ফলে ভারতীয় ফুটবলের একটা যুগ শেষ হবে।
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা