শিরোপা দখলে আরো এক পা এগিয়ে গেল ম্যানসিটি
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ মে ২০২৪, ২৩:৫৯
বাঁচা-মরার লড়াইয়ে বড় জয় তুলে নিল ম্যানসিটি। লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে গেল আরো একটা ধাপ। দখলে নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। এবার শুধু শেষ দুই ম্যাচে পা না ফসকালেই হয়। তবেই শিরোপা উল্লাসে মাতবে পেপ গার্দিওয়ালার দল। যদিও তাদের গলার কাঁটা হয়ে আছে আর্সেনাল।
তবে আর্সেনালকেও তাকিয়ে থাকতে হবে সিটির দিকেই। পরের দুই ম্যাচে হোটচ না খেলে শিরোপা পুনরুদ্ধার করা হবে না আর্সেনালের। শনিবার ফুলহামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ভালো অবস্থানেই আছে সিটি। বলা যায় শিরোপাতেও এক পা দিয়ে রেখেছে তারা।
আজকের আগ পর্যন্ত প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই ছিল ত্রিমুখী। ম্যানসিটি, আর্সেনালের সাথে বড় প্রতিদ্বন্দ্বী ছিল লিভারপুল। তবে সিটি এই ম্যাচে জিতে যাওয়ায় লড়াই থেকে ছিটকে গেছে লিভারপুল। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭৮। যেখানে সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮৩ ও ম্যানসিটির ৮৫।
৪-০ গোলের বড় জয়ে একক আধিপত্য নিয়েই খেলে ম্যানসিটি। সিটির জোড়া গোল করেছেন ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল। অন্য গোল দুটো করেন মিডফিল্ডার ফিল ফোডেন ও হুলিয়ান আলভারেস।
ম্যাচের ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যায় সিটি। পাসিং ফুটবলে শাণানো আক্রমণে কেভিন ডে ব্রুইনেকে বল বাড়িয়েই বিপজ্জনক সীমানায় ঢুকে পড়েন ভার্দিওল।ফিরতি পাস পেয়ে জায়গা বানিয়ে নেন ভার্দিওল। এরপর ডান পায়ের শটে খুঁজে নেন জাল।
প্রথমার্ধে আর কোনো গোল আসেনি। দুই দলের কেউ আর জালের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে আরো ক্ষেপে উঠে সিটিজেনরা। ফুলহাম ডিফেন্ডারদের স্বস্তিতে থাকতে দেননি সিলভা-ফোডেনরা। চালাতে থাকেন একের পর এক আক্রমণ।
যার সুত্র ধরে ৫৯তম মিনিটে বের্নার্দো সিলভার পাস দখলে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। সর্বশেষ ১২ ম্যাচে এটি তার ১২তম গোল। সব মিলিয়ে এটি Plus মৌসুমে ২৫তম বার জালের দেখা পেলেন তিনি।
১১ মিনিট পর ব্যবধান ৩-০’তে নিয়ে যান ভার্দিওল। সিলভার ক্রস শেষ মুহূর্তে পা বাড়িয়ে জালে জড়ান তিনি। তাতে স্বস্তি ফেরে সিরি শিবিরে। তবে থেমে যায়নি তাদের গোল উৎসব। অতিরিক্ত সময়ে গোলের হালি পূরণ করে সিটি।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সে আলভারেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার দিওপ। আর স্পট কিকে ফুলহ্যামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ২৪ বছর বয়সী আলভারেস। তাতে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
লিগের শেষ দুই রাউন্ডে সিটির প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা