০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

উত্তাপ চ্যাম্পিয়নস লিগে আজ মুখোমুখি রিয়াল-ম্যানসিটি

- ছবি : সংগৃহীত

গ্রীষ্মের আগমনী বার্তায় যখন উত্তপ্ত হয়ে আছে দিনগুলো, তখন আরো উত্তাপ বাড়াতে দরজায় দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগ। শেষ আটের লড়াইয়ে আজ মঙ্গলবার মাঠে নামছে চার দল। যেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রিয়াল মাদ্রিদ আর ম্যানসিটি। আরেক ম্যাচে ঘরের মাঠে আর্সেনালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

সান্তিয়াগো বার্নাব্যূতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি। গত পাঁচ মৌসুমে এ নিয়ে চতুর্থবার নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি। শেষ দুই আসরের চ্যাম্পিয়নও তারা, সিটি যেখানে বর্তমান চ্যাম্পিয়ন, রিয়াল মাদ্রিদ সেখানে চ্যাম্পিয়ন লিগেরই রাজা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে দুই দলের মহারণ।

যদিও আগের তিনবারের মধ্যে দুই লেগ মিলিয়ে রিয়াল জিতেছে মাত্র একবার। বাকি দু’বার ম্যানসিটি হেসেছে শেষ হাসি। গত আসরেও শেষ চারের লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরেছিল রিয়াল, যেই ঘা এখনও দগদগে লস ব্ল্যাঙ্কোসদের।

হালান্ড-দি ব্রুইনদের বিপক্ষে জয়ের জন্য তাই মরিয়া হয়ে রয়েছে কার্লো আনসেলোত্তি। যেই সিটির কাছে হেরে গত আসরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়া হয়নি, সেই সিটিকে শেষ আটেই থামাতে চায় তারা। ঘরের মাঠে প্রথম লেগেই করে রাখতে চায় কাজের কাজটা।

তবে সাফল্যের ধারা ধরে রাখতে চায় ম্যানসিটি। ছেড়ে কথা বলবে না তারাও। ইউরোপের সেরা দলগুলোর একটা তারা, একই সাথে তাদের আছেন পেপ গার্দিওয়ালা। হলান্ড, ফোডেন, ডি ব্রুইনারাও প্রস্তুত আছেন। সব মিলিয়ে আগুনে উত্তাপ ছড়ানো একটা ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল।

তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমিতে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে বিদায় করে ফাইনালে বাজিমাত করেছিল গার্দিওলা বাহিনী। সিটি নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরে।

এবারো অপ্রতিরোধ্য তারা। ছুটছে শিরোপা ধরে রাখার মিশনে।

পরিসংখ্যান কথা বলছে দু’দলের হয়েই। ম্যানসিটির জয়ের পাল্লা যদিও একটু ভারী। ১২ বারের দেখায় পাঁচ জয় তাদের৷ রিয়াল মাদ্রিদের জয় চার ম্যাচে, বাকি তিনটি ম্যাচ ড্র হয়। তবে সিটির মাঠে কোনো জয় নেই রিয়ালের। বিপরীতে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা ২৯ ম্যাচে অপরাজিত পেপ গার্দিওয়ালারা।

এদিকে দিনের অন্য ম্যাচে আর্সেনাল আতিথেয়তা দেবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। আর্সেনাল-বায়ার্ন ম্যাচে পাদপ্রদীপের আলোয় থাকবেন হ্যারি কেইন। প্রিমিয়ার লিগে টটেনহামের হয়ে আর্সেনালের বিপক্ষে ১৭ ম্যাচে রেকর্ড ১৪ গোল করা কেইন বায়ার্ন মিউনিখের জার্সিতেও গানারদের ঘাতক হতে মুখিয়ে আছেন।

তাছাড়া পরিসংখ্যানে ও গানার্সদের থেকে একটু এগিয়ে রাখবে বায়ার্নকে তাদের সাম্প্রতিক সাক্ষাতের নিরিখে। কারণ চ্যাম্পিয়ন্স লিগে তাদের শেষ তিন সাক্ষাৎ আর্সেনালকে হারিয়েছে জার্মান ক্লাব দল।

দু’দলের মাঝে জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটির মধ্যকার জয়ী দলের সাথে।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল