১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ইনজুরি ও গরমের সাথে ভিসার টেনশন

ইনজুরি ও গরমের সাথে ভিসার টেনশন। - ছবি : সংগৃহীত

জাতীয় দলের ফুটবলারদের শরীরে লিগ ম্যাচ খেলে আসার ক্লান্তি। এই ধকল কাটিয়ে উঠার আগেই দেশের জন্য ক্লাব ক্যাম্প থেকে জাতীয় দলের ক্যাম্পে। গত দুই দিন হলো বসুন্ধরা কিংস এরিনায় চলছে জামাল ভূঁইয়াদের অনুশীলন।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৪টায় শুরু হওয়া এই কঠোর ট্রেনিংয়ে ফুটবলাররা হাঁফিয়ে উঠছেন প্রচণ্ড গরমের সাথেও। এই দেশ জুড়ে চলা তীব্র দাবদাহর প্রভার কিংস এরিনাতেও। এর মধ্যে যোগ হয়েছে তিন ডিফেন্ডারের ইনজুরি। দুই স্টপার ব্যাক টুটুল হোসেন বাদশা এবং তপু বর্মনের সাথে উইং ব্যাক রিমন হোসেনও চোট জর্জরিত। তবে শেষ দু’জনকে ফিট অবস্থায় পাওয়া যাবে ২১ জুন থেকে শুরু হওয়া সাফের আগে। তবে বাদশাকে পাওয়া নিয়ে সংশয়। তার পায়ের নখে ফাঙ্গাস হয়েছে। তাই তাকে সুস্থ করতে এন্টিবায়টিক খাওয়ানো হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে তা। এরপরও এই ডিফেন্ডারকে দলের সঙ্গী হতে পারবেন কি না তা দুই এক দিনের মধ্যেই স্পস্ট হবে। এর মধ্যে যোগ হয়েছে ভারতের ভিসা পেতে বিলম্ব।

বাংলাদেশ দল ২১ জুন সাফের ম্যাচ খেলার আগে কম্বোডিয়া যাবে ফিফা প্রীতি ম্যাচ খেলতে। সেখান থেকে সরাসরি ভারতের বিমানে চড়বে সাফ খেলার জন্য। তাই এখনই ভারতের ভিসার জন্য আবেদন করা। দলের সকল সদস্যের ভারতীয় ভিসা পেতে আবেদন করা হলেও গতকাল পর্যন্ত ভিসা হয়নি। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পত্র এখনো না আসায় ভিসা পেতে বিলম্ব। বাফুফে আশা করছে আজকের মধ্যেই তারা ভারতের ভিসা পেয়ে যাবে। তাহলে ১০ তারিখে কম্বোডিয়া যেতে পারবে ম্যাচ খেলতে। কিন্তু আজ না পেলে যাত্রা যাওয়া পেছাবে। জানান বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।

উল্লেখ্য, ১৫ তারিখে কম্বোডিয়ার সাথে ম্যাচ। বাদশার শেষ পর্যন্ত ইনজুরির জন্য বাদ পড়লে ডিফেন্স লাইন দুর্বল হয়ে যাবে। ফলে বিকল্প হিসেবে রাইট ব্যাকে খেলা বিশ্বনাথ ও লেফট ব্যাকে খেলা তারিক কাজীকে স্টপার ব্যাকে খেলাতে বাধ্য হবেন কোচ হাভিয়ার কাবরেরা। সাথে জেমি ডের সময় নেপালের তিন জাতি ফুটবলে খেলা মেহেদী হাসান মিন্টুও আছেন। তবে এর বাইরে বিকল্প আর কাউকে ডাকা হবে না।

আজ প্রচণ্ড গরমে অনুশীলনের কথা উল্লেখ করলেন গোলরক্ষক জিকো এবং মিডফিল্ডার সোহেল রানা। আর এলিটা কিংসলে ভালো কিছু করার ঘোষণা দিলেন ব্যাঙ্গালুরুর সাফে।


আরো সংবাদ



premium cement
ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ টিউলিপের পদ্যতাগ : এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী নবাবগঞ্জে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মির্জাপুরে ৭ দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ ম্যাচ বয়কটের হুমকি ক্রিকেটারদের, জরুরি বৈঠকে বিসিবি ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান

সকল