০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

আক্ষেপ থাকলেও খুশি জেমি

আক্ষেপ থাকলেও খুশি জেমি - ছবি : সংগৃহীত

৭৮ মিনিট অবধি জাল অক্ষত রাখতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু শেষের দিকে সুনীল ছেত্রীর দুই গোলে বিশ্বকাপ বাছাইয়ে ভারতের কাছে হার মানে লাল সবুজের দল। বাংলাদেশ কোচ জেমি ডের আক্ষেপ আছে শেষ ১০ মিনিট নিয়ে। তবে বাকি সময়টা দল ভালো খেলেছে বলে খুশি তিনি।

ম্যাচের পর জেমি ডে বলেন, ‘আমি মনে করি, ৮০ মিনিট পর্যন্ত আমরা খুবই ভালোভাবে লড়েছি। টিম-শেপ চমৎকার ছিল এবং এটা ভাঙাও ভারতের জন্য কঠিন ছিল। বল পজেশনে দুই দলের খেলোয়াড়দের পার্থক্য দেখেছেন আপনারা। আজ রাতে আমার হতাশার একটা কারণ, আমরা তাদেরকে খুব বেশি বল পায়ে রাখতে দিয়েছি।

তিনি আরও বলেন, ‘আমরা কয়েকটা হাফ-চান্স পেয়েছিলাম, (কিন্তু কাজে লাগাতে পারিনি)। ছেত্রিকে সুযোগ দেয়া হয়েছে…দুটিই সে কাজে লাগিয়েছে।’

‘ই’গ্রুপে সাত ম্যাচে এটি বাংলাদেশের পঞ্চম হার। অর্জন দুই পয়েন্ট। আগামী ১৫ জুন নিজেদের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওমানকে ভারতের চেয়ে শক্তিশালী মানছেন জেমি। তিনি বলেন, ‘তৃতীয় ম্যাচে আমরা ভালো দল ওমানের মুখোমুখি হব; যারা র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এগিয়ে। সবশেষ যখন তাদের বিপক্ষে খেলেছিলাম, ৪০-৪৫ মিনিট ভালো করেছিলাম। তারা তাদের মান দেখিয়েছিল।’

প্রথম লেগে ওমানের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ফিরতি লেগে তাই জয় নিয়ে মাথা না ঘামিয়ে ন্যূনতম পয়েন্ট পাওয়ার চেষ্টায় জেমি, ‘আমার মনে হয় দ্বিতীয় লেগের ম্যাচটিও আগের মতোই হবে, কিন্তু আমরা চেষ্টা করব পয়েন্ট পাওয়ার। কঠিন ম্যাচ হবে। আমি জানি, ছেলেরা আবারও তাদের সেরাটা দিবে এবং যদি কিছু পাই, তাহলে সেটা হবে দারুণ অর্জন।’


আরো সংবাদ



premium cement
পোষ্য কোটা বাতিলের দাবিতে জাবিতে আমৃত্যু গণঅনশন আল্টিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় হয় না : শিক্ষা উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রিমান্ড শেষে কারাগারে চট্টগ্রামে আ’লীগ নেতা ফখরুল আনোয়ার গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভাই নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করল ইরান রাজধানীর খালগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে হবে : উপদেষ্টা ঘন কুয়াশায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫ বগুড়ায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৭ ডাকাত গ্রেফতার যে কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন : মুজিবুর রহমান

সকল