২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ম্যারাডোনার মৃত্যু এক ধরনের আত্মহত্যাই’, বিস্ফোরক দাবি কিংবদন্তির সাবেক ডাক্তারের

‘ম্যারাডোনার মৃত্যু এক ধরনের আত্মহত্যাই’, বিস্ফোরক দাবি কিংবদন্তির সাবেক ডাক্তারের - ছবি : সংগৃহীত

নিজের সোনার ফুটবল কেরিয়ারে বহুবার বিতর্কে জড়িয়েছেন দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। আর 'ফুটবল-ঈশ্বরে'র বিদায়বেলাতেও বিতর্ক পিছু ছাড়ল না। হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যারাডোনার আকস্মিক পরলোকগমনে এক ধরনের আত্মহত্যা ছিল। হ্যাঁ, ঠিক এমনই বিস্ফোরক দাবি করে বসলেন কিংবদন্তি ফুটবলারের সাবেক ডাক্তার আলফ্রেডো কাহে।

১৯৭৭ থেকে ২০০৭ পর্যন্ত বিশ্বকাপজয়ী ফুটবলারের ডাক্তার ছিলেন আলফ্রেডো। এক সাক্ষাৎকারে আলফ্রেডো বললেন, “দিয়েগোর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ধরনের আত্মহত্যা ছিল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে দিয়েগো মানসিক অবসাদে ভুগছিল। ও নাকি ঠিক মতো খাওয়া–দাওয়া করত না। ওষুধ খেতে চাইত না। ঘরবন্দি হয়ে থাকত। কারোর সঙ্গে দেখা করত না। দিয়েগোর মৃত্যুর কয়েক দিন আগেই ওর সাবেক বান্ধবী ভেরোনিকার সঙ্গে কথা হয়েছিল। শুনলাম দিয়েগো নাকি ভেরোনিকাকে বারবার বলত ও আর বাঁচতে চায় না। আমার কাছে দিয়েগোর মৃত্যু তাই আত্মহত্যাই।”

এখানেই থামেননি আলফ্রেডো। গোটা বিশ্বকে স্তম্ভিত করে যিনি জানালেন, ২০০৭-এও নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ফুটবল-ঈশ্বর। আলফ্রেডো বললেন, “২০০৭-এ কিউবার রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ইচ্ছাকৃত চলন্ত বাসে ধাক্কা মেরেছিল দিয়েগো। বড়সড় দুর্ঘটনা হয়নি। পরে দিয়েগোকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে? জবাবে দিয়েগো আমায় বলেছিল, হ্যাঁ আজ পারলাম না তবে ভবিষ্যতে আবার চেষ্টা করব।” কথাগুলো বলতে বলতে আবেগ ধরে রাখতে পারেননি আলফ্রেডো। যিনি অঝোরে কাঁদতে শুরু করেন।

আলফ্রেডোর বিশ্বাস হচ্ছে না তার প্রিয় দিয়েগো আর নেই। তাই তো ম্যারাডোনার ডাক্তার লিওপল্ডো লুকের বিরুদ্ধে তোপ দাগলেন আলফ্রেডো। বললেন, “কোনো সন্দেহ নেই দিয়েগোর চিকিৎসায় গাফিলতি ছিল। আমি বুঝতে পারছি না মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে কীভাবে দিয়েগোকে বাড়ি ফেরার অনুমতি দেয়া হল। ওকে হাসপাতালে রাখা উচিত ছিল। ডাক্তারের পর্যবেক্ষণে থাকলে দিয়েগো ঠিক মানসিক অবসাদ কাটিয়ে উঠত। এর থেকেই প্রমাণ পাওয়া যায় লিওপল্ডো ডাক্তার হিসাবে ঠিক কতটা অনভিজ্ঞ।”

ঘটনাক্রমে ম্যারাডোনার মৃত্যুর পর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল লিওপল্ডোকে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ তোলে ম্যারাডোনার পরিবার। তবে এমন বিতর্কিত আবহেও লিওপল্ডোর পাশে দাঁড়ালেন ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা। তিনি বললেন, “দিয়েগোকে সুস্থ করে তুলতে সব রকমের চেষ্টা করেছে লিওপল্ডো। তাই লিওপল্ডোর বিরুদ্ধে এমন খারাপ অভিযোগ তোলা উচিত নয়।”

তবে ম্যারাডোনার আইনজীবী যা-ই বলুন না কেন, আর্জেন্টাইন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন যদি দেখা যায় চিকিৎসার গাফিলতিতেই ফুটবল-ঈশ্বরের মৃত্যু হয়েছে তবে বড় শাস্তির মুখে পড়বেন লিওপল্ডো!
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল