৬ সেকেন্ডে গোল
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ডিসেম্বর ২০২০, ০৬:৪১, আপডেট: ২১ ডিসেম্বর ২০২০, ০৬:৪১
খেলা সবে শুরু। কিক অফের পর এক সতীর্থ বাঁ দিকে বল বাড়ালেন। সেখান থেকে বল ধরে শাঁ করে একজন ঢুকলেন ডি বক্সে, ডান পায়ের দারুণ শট, গোল। সময় লাগল তাতে মাত্র ৬ সেকেন্ড।
ইতালিয়ান সিরিআতে রোববার রাতে এমন গোল করে রেকর্ড গড়েছেন এসি মিলানের তরুণ ফরোয়ার্ড রাফায়েল লেয়াও। ইতালিয়ান লিগে দ্রুতততম গোল এটি।
এদিন এসি মিলান মাঠে নেমেছিল সাসুলোর বিরুদ্ধে। কিক অফের পর হাকান চালহানোগলু বল নিয়ে কিছুটা এগিয়ে বাঁ দিকে বাড়ান লেয়াওকে। বিনা বাধায় ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন সাসুলো গোলরক্ষককে।
ইতালির শীর্ষ লিগে দ্রুততম গোলের আগের রেকর্ড ছিল পাওলো পজ্জির। ২০০১ সালে পিয়াসেনজার হয়ে ফিওরেন্তিনার বিপক্ষে আট সেকেন্ডে গোল করেছিলেন এই ইতালিয়ান স্ট্রাইকার। সেই রেকর্ড ভেঙে দিলেন এবার লেয়াও।
লেয়াওয়ের রেকর্ডের রাতে জিতেছে এসি মিলান। দলটি জিতেছে ২-১ গোলে। লেয়াওয়ের দ্রুততম গোলের পর ২৬ মিনিটে মিলানের স্কোর ডাবল করেন আলেক্সিস সালেমেকার্স। ৮৯ মিনিটে সাসুলোর হয়ে এক গোল শোধ করেন ডমেনিকো বেরার্ডি।
মিলান জিতলেও এই ম্যাচে দাপট দেখিয়েছে সাসুলো। দলটির বল পজিশন ছিল শতকরা ৬৮ ভাগ। মিলানের সমান পাঁচটি শট নিয়েছে তারা লক্ষ্যে। ৬০৬ টি পাস সাসুলোর, সেখানে মিলানের ২৮৬টি। মিলান কর্নার চারটি আদায় করতে পারলেও সাসুলো পেরেছে ৬টি।
১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে উঠে এসেছে এসি মিলান। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে সাসুলো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা