১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

জোড়া গোলে শততম ম্যাচ রাঙালেন রোনালদো

জোড়া গোলে শততম ম্যাচ রাঙালেন রোনালদো - ছবি : সংগৃহীত

জুভেন্টাসের জার্সিতে শততম ম্যাচ। উপলক্ষ্যটা দারুণভাবে রাঙালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। করলেন দুই গোল। তাতে দলও জিতল হেসেখেলে।

ইতালিয়ান সিরি আ লিগে রোববার ৩-১ জেনোয়াকে পরাজিত করেছে জুভেন্টাস। মৌসুমের শুরু থেকে বারবার হোঁচট খাওয়া জুভ শিবির লিগে এই প্রথম টানা দুই ম্যাচ জিতল।

পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া জেনোয়ার মাঠে প্রথমার্ধে গোল পায়নি জুভেন্টাস। ৫৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় সফরকারীরা। ম্যাককেনির পাসে এক ঝটকায় একজনের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার দিবালা। এবারের লিগে এটা তার প্রথম গোল।
এগিয়ে যেতে না যেতেই ম্যাচে আসে সমতা। গোল পায় জেনোয়া। ৬১ মিনিটে লুকা পেল্লেগ্রিনির ক্রসে দারুণ ভলিতে গোল করেন জুভেন্টাসের স্টেফানো স্টুরারো (১-১)। ৭১ মিনিটে এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। কিন্তু রোনালদোর হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক পেরিন।

এরপর ১১ মিনিটের ব্যবধানে নিখুঁত দুই স্পট কিকে জয় নিশ্চিত করেন রোনালদো। ৭৮ মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢোকা জুয়ান কুয়াদরাদো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। স্পট কিকে লক্ষ্যভেদ করেন রোনালদো। ৮৯ মিনিটে দ্বিতীয় পেনাল্টিতেও গোল করেন সিআরসেভেন। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে জুভেন্টাস। ১১ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া জেনোয়া রয়েছে ১৯তম স্থানে।

 


আরো সংবাদ



premium cement
শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন বিচারপতি আবদুর রউফ সিলেটে আ’লীগের একাধিক নেতাকে জামিন, জেলা বিএনপির হুঁশিয়ারি গাজীপুরে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত বৈষম্যবিরোধী ছাত্ররা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সম্ভাবনা কতটুকু? চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সঙ্কট নাম বিকৃতির মনস্তত্ত্ব জুলাই বিপ্লবীদের সম্মান ও নিরাপত্তা ফ্যাসিবাদের জননী পালালেও মুক্তি এখনো আসেনি মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি : ধর্ম উপদেষ্টা কেন উইলিয়ামসনের শতকে ফাইনালে নিউজিল্যান্ড

সকল