২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জোড়া গোলে শততম ম্যাচ রাঙালেন রোনালদো

জোড়া গোলে শততম ম্যাচ রাঙালেন রোনালদো - ছবি : সংগৃহীত

জুভেন্টাসের জার্সিতে শততম ম্যাচ। উপলক্ষ্যটা দারুণভাবে রাঙালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। করলেন দুই গোল। তাতে দলও জিতল হেসেখেলে।

ইতালিয়ান সিরি আ লিগে রোববার ৩-১ জেনোয়াকে পরাজিত করেছে জুভেন্টাস। মৌসুমের শুরু থেকে বারবার হোঁচট খাওয়া জুভ শিবির লিগে এই প্রথম টানা দুই ম্যাচ জিতল।

পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া জেনোয়ার মাঠে প্রথমার্ধে গোল পায়নি জুভেন্টাস। ৫৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় সফরকারীরা। ম্যাককেনির পাসে এক ঝটকায় একজনের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার দিবালা। এবারের লিগে এটা তার প্রথম গোল।
এগিয়ে যেতে না যেতেই ম্যাচে আসে সমতা। গোল পায় জেনোয়া। ৬১ মিনিটে লুকা পেল্লেগ্রিনির ক্রসে দারুণ ভলিতে গোল করেন জুভেন্টাসের স্টেফানো স্টুরারো (১-১)। ৭১ মিনিটে এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। কিন্তু রোনালদোর হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক পেরিন।

এরপর ১১ মিনিটের ব্যবধানে নিখুঁত দুই স্পট কিকে জয় নিশ্চিত করেন রোনালদো। ৭৮ মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢোকা জুয়ান কুয়াদরাদো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। স্পট কিকে লক্ষ্যভেদ করেন রোনালদো। ৮৯ মিনিটে দ্বিতীয় পেনাল্টিতেও গোল করেন সিআরসেভেন। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে জুভেন্টাস। ১১ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া জেনোয়া রয়েছে ১৯তম স্থানে।

 


আরো সংবাদ



premium cement
দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড

সকল