২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিদায় ম্যানইউ, নক আউট পর্বে লাইপজিগ

- ছবি : সংগৃহীত

শেষ ষোলোতে যেতে ম্যানচেস্টার ইউনাইটেডের দরকার ছিল ড্র। কিন্তু সেই কাজটি করতে পারেনি রেড ডেভিলসরা। উল্টো হেরে বসেছে জার্মান ক্লাব লাইপজিগের সাথে। ৩-২ গোলের রোমাঞ্চের জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছে লাইপজিগ।

প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে লাইপজিগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যানইউ। সেই হারের শোধটা ভালোমতো নিল লাইপজিগ।

ঘরের মাঠে দ্বিতীয় মিনিটেই লিড নেয় লাইপজিগ। গোলটি করেন অ্যানজিলেনো। ১৩ মিনিটে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন হাইদারা (২-০)।

২৪ মিনিটে ম্যানইউর ম্যাসন গ্রিনউডের হেড উড়ে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি তারা। বরং পাঁচ মিনিট পর ভিএআরের কল্যাণে বেঁচে যায় ম্যানইউ।

৬৪ মিনিটে র‌াশফোর্ডের শট পোস্টের বাইরে দিয়ে যায়। একটু পর পথ আগলে দাঁড়ায় দুর্ভাগ্য; ব্রুনো ফার্নান্দেজের নেওয়া ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসে। ৬৯ মিনিটে আবার গোল লাইপজিগের। গোলটি করেন জাস্টিন ক্লুইভার্ট।

শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোলে ম্যাচ জমিয়ে তোলে ম্যানইউ। ৮০ মিনিটে পেনাল্টি কিকে ম্যানইউর প্রথম গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। দুই মিনিট পর ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদেরই জালে জড়ান লাইপজিগের ইব্রাহিমা কোনাতে, আত্মঘাতি। স্কোর তখন ৩-২।
শেষের কয়েক মিনিট আপ্রাণ চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি ম্যানইউর। হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এইচ গ্রুপে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে চলে গেছে লাইপজিগ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানইউ, তারা খেলবে ইউরোপা লিগ।

গ্রুপের অন্য ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল পিএসজি ও ইস্তাম্বুল বাসাকসেহির। মাত্র ১৪ মিনিট খেলা হতেই পণ্ড হয়ে যায় ম্যাচ। চতুর্থ ম্যাচ অফিসিয়ালের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলে মাঠে ছাড়েন ইস্তানবুল বাসাকসেহিরের খেলোয়াড়রা। পরে মাঠ ছাড়েন নেইমাররাও। এই ম্যাচ আপাতত স্থগিত। এই ম্যাচে হারলেও শেষ ষোলোতে যাবে পিএসজি।


আরো সংবাদ



premium cement