২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লা লিগায় জয়ে ফিরল বার্সা

লা লিগায় জয়ে ফিরল বার্সা - ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত। আছে জয়ের ধারা অব্যাহত। অথচ ঘরোয়া লিগে বিবর্ণ, ধূসর। লা লিগায় জয়ের স্বাদ যেন ভুলতেই বসেছিল বার্সেলোনা। শেষ চার ম্যাচে হার দুটি, ড্রও দুটি। অবশেষে সেই খরা কেটেছে। লা লিগায় দাপুটে জয়ে স্বরূপে ফিরেছে বার্সা। শনিবার রাতে রিয়াল বেতিসকে ৫-২ গোলে পরাজিত করেছে কোম্যান শিবির।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রবল আধিপত্য ছিল বার্সার। বদলি মেসিও দেখালেন চমক। চার ম্যাচ পর দারুণ জয়ে স্বস্তিতে গোটা কাতালান শিবির।

আক্রমণ-পাল্টা আক্রমণে শুরুতেই জমে উঠে ম্যাচ। প্রথম পাঁচ মিনিটে দুটি এবং পরের সাত মিনিটে আরও দুটি নিশ্চিত সুযোগ নষ্ট বার্সেলোনার। তখনই নিশ্চিত প্রায় বড় জয় পাবে বার্সা। কিন্তু যে পরিমাণে গোলের সুযোগ নষ্ট হয়েছে, তাতে স্কোর আরও সমৃদ্ধ হতে পারত।

একের পর এক দারুণ সব আক্রমণ ভণ্ডুল হয়ে যাওয়ার মাঝে ২২ মিনিটে দুর্দান্ত গোলে বার্সাকে এগিয়ে নেন উসমান দেম্বেলে। ডি-বক্সে ছোট এক ঝটকায় সামনের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান ফরাসি উইঙ্গার।

৩১ মিনিটে পেনাল্টি পায় বার্সা। ফাতি ফাউলের শিকার হলে পেনাল্টির বাশি বাজান রেফারি। কিন্তু মেসির অনুপস্থিতিতে পেনাল্টি কিক নিতে আসা গ্রিজম্যান ব্যর্থ। তার নেওয়া দুর্বল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ক্লদিও ব্রাভো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে উল্টো সানব্রিয়ার এক গোলে ম্যাচে ফেরে বেতিস (১-১)। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে অবশেষে জালের দেখা পান গ্রিজমান। বলে পা না লাগিয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। ৬১ মিনিটে আবার পেনাল্টি পায় বার্সা। দেম্বেলের শট গোললাইন থেকে হাত দিয়ে ফেরানোয় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেতিস ডিফেন্ডার আইসা মান্দি। স্পট কিকে গোল করেন মেসি।

৭৩ মিনিটে বেতিস করে দ্বিতীয় গোল। গোলটি করেন গার্সিয়া। জমে উঠে লড়াই (৩-২)। ৮২ মিনিটে পেনাল্টি ছাড়া মৌসুমের প্রথম গোলের দেখা পান মেসি। বার্সা এগিয়ে যায় ৪-১ গোলে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অনায়াসে স্কোরলাইনে নাম লেখান ১৭ বছর বয়সী পেদ্রি। তরুণ স্প্যানিশ ফরোয়ার্ডের লা লিগায় এটা প্রথম গোল। ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

সাত ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে বার্সেলোনা। ১ পয়েন্ট বেশি নিয়ে সাত নম্বরে বেতিস। আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল।

 


আরো সংবাদ



premium cement