১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কে ফ্যালকাওকে স্বাগত জানাতে এয়ারপোর্টে ২৫ হাজার সমর্থক

-

কলম্বিয়ান ফুটবল তারকা রাদামেল ফ্যালকাও ফ্রান্সের মোনাকো এফসি ছেড়ে যোগ দিতে যাচ্ছেন তুরস্কের ক্লাব গ্যালাতাসারেতে। রোববার এ উপলক্ষে তুরস্কে পৌছলে এই স্ট্রাইকারকে স্বাগত জানায় ২৫ হাজারেরর বেশি সমর্থক।

ইস্তাম্বুল এয়ারপোর্টে পা দিয়েই ৩৩ বছর বয়সী ফ্যালকাও টের পেয়ে যান দেশটিতে তাকে নিয়ে কত উন্মাদনা অপেক্ষা করছে। দর্শকরা আতশবাজি, লেজার শো ও ব্যান্ড দল নিয়ে প্রিয় তারকাকে স্বাগত জানায়।

কলম্বিয়া জাতীয় দলের এই স্ট্রাইকার খেলবেন ইস্তাম্বুল ভিত্তিক ক্লাব গ্যালাতাসারে। রোববার স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে তুরস্কে পৌছান তিনি। ক্লাবে যোগ দেয়ার বিষয়ে ফ্যালকাও জানান, আমি গর্বিত এই জার্সি পরতে পেরে। স্রষ্টাকে ধন্যবাদ।

২০১৩ সাল থেকে মোনাকোতে খেলছেন ফ্যালকাও। এরপর সেখান থেকে দুই মৌসুম ধারে খেলেছেন ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিতে।

ক্যারিয়ারের শুরুর দিকে খেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ, পোর্তো ও রিভার প্লেটে। কলম্বিয়া জাতীয় দলের হলে ৮৯ ম্যাচে তার গোল ৩৪টি।


আরো সংবাদ



premium cement