০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

সহজ জয়ে আর্জেন্টিনা, লড়তে হলো ব্রাজিলকে

জয় তুলে নিতে মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা-ব্রাজিল - ছবি : সংগৃহীত

ফুটবলপ্রেমীদের তাক লাগিয়ে সহজ জয় তুলে নিল আর্জেন্টিনা। জয়ের জন্য লড়তে হয়েছে ব্রাজিলকে। লাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্ব শুরু করেছে দু’চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

আর্জেন্টিনা চিলিকে ২-১ গোলে আর্জেন্টিনা হারিয়ে দারুণ শুরু করেছে। আর অন্যদিকে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এ জয়ে মাঠের লড়াইয়ে ঘাম ঝরাতে হয়েছে তাদের।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে আকাশিদের হয়ে ৩৫ মিনিটে গোল করেন সুবিয়াব্রে ও রুবার্তো গোল করেন ৪২ মিনিটের মাথায়।

বিরতির পর ৬১ মিনিটের মাথায় চিলির স্ট্রাইকার হুয়ান রসেল দলকে এগিয়ে নিতে করেন এক গোল করেন।

এদিকে ভেনেজুয়েলার অন্য একটি স্টেডিয়ামে ফাইনাল পর্বের প্রথম ম্যাচ খেলে ব্রাজিল ও উরুগুয়ে। মাঠের লড়াইয়ে টিকে থাকা গোলটি করেন ব্রাজিলের পেদ্রা।

লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মূলত ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে খেলা হয়। গ্রুপ পর্বে ১০টি খেলেছে দু’গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের সেরা ৩ দল উঠেছে ফাইনাল পর্বে।

ফাইনাল পর্বে কোনো গ্রুপ নেই। এই মুহূর্তে ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বিয়া। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দু’য়ে আর্জেন্টিনা। এছাড়া ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ব্রাজিল। পয়েন্টের হিসেবে সেরা ৪ দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। আয়োজক দেশ হিসেবে খেলবে চিলি।


আরো সংবাদ



premium cement