সুমাইয়াকে হত্যার হুমকির নিন্দা বাফুফের
- ক্রীড়া প্রতিবদেক
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫০
বিদ্রোহী ১৮ ফুটবলারের মধ্যে অন্যতম সুমাইয়া মাতসুসিমা। তিনি গতকাল ফেসবুকে স্ট্যাটাস দেন, তাকে ধর্ষণ ও মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে।
উল্লেখ্য, বাফুফের কাছে ইংরেজিতে যে অভিযোগ করেছিলেন নারী ফুটবলাররা তা লিখেছেন এই সুমাইয়া।
ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করায় তার পক্ষেই এই চিঠি লেখা সম্ভব হয়েছে। বিশেষ কমিটির কাছে সেই চিঠি লেখার কথা স্বীকারও করেছেন এই স্ট্রাইকার। ফেসবুকেও তিনি তা উল্লেখ করেছেন। গত সাফে চ্যাম্পিয়ন দলের এই সদস্য গত কয়েক দিন ধরেই মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছেন বলে ফেসবুকে লিখেছেন।
জাতীয় দলের এই স্ট্রাইকারকে হত্যা এবং ধর্ষনের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে বাফুফে।
সাধারণ সম্পাদক তো ফেসবুকে সুমাইয়ার এই বিষয়ে স্ট্যাটাস দেখার পর ফোরে কথা বলেন সুমাইয়ার সাথে। এরপর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তীব্র প্রতিবাদ জানিয়েছে। সে সাথে বাফুফে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেই জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। বাফুফে জানিয়েছে, ফুটবলারদের নিরাপত্তার দায়িত্ব তাদের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা