০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

বাটলারের বক্তব্যে সন্তুষ্ট বাফুফের বিশেষ কমিটি

বাফুফে কোচ পিটার বাটলার - ছবি : সংগৃহীত

কোচ পিটার বাটলারের বিপক্ষে অবস্থান নেয়া ১৮ ফুটবলারের সাক্ষ্য নেয়া শেষ। গতকাল কোচ পিটার বাটলারের সাথে কথা বলেছে বাফুফের বিশেষ কমিটি। এতে বাটলারের পেশাদারি বক্তব্যে সন্তুষ্ট কমিটি।

কোচ জানিয়েছেন, তিনি যা কিছু করেছেন সব দলের স্বার্থেই। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের জন্য। তার মতে, খেলোয়াড়রা যে সব অভিযোগ করেছে, তা কোচিংয়ের টেকনিক্যাল পার্ট। কমিটির এক সদস্য এ তথ্য দিয়েছেন।

এখন কমিটির সাত সদস্যের প্রত্যেকে আলাদা আলাদা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের আলোকেই চূড়ান্ত রিপোর্ট জমা দেয়া হবে বাফুফের সভাপতির কাছে। এরপর সিদ্ধান্ত নেবে বাফুফে। তবে কোচের বিপক্ষে বিদ্রোহ করা ফুটবলারদের সাথে কথা বলে গুরুতর কিছুই পায়নি বিশেষ কমিটি। কমিটির দু’জন সদস্য এই তথ্য দিয়েছে।

অবশ্য অন্য একজন সদস্য জানিয়েছেন, কোচের বিপক্ষে বিদ্রোহী ফুটবলাররা এক জোট হয়ে আছে। তারা একই সুরে কথা বলেছে বিশেষ কমিটির কাছে। যেহেতু কোচের বিপক্ষে গুরুতর কোনো অভিযোগ তারা করতে পারেনি, সেই সাথে বিদ্রোহ করে প্র্যাকটিস বয়কট করে চলেছে তাই বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি বাফুফে। ফলে শাস্তির মুখে পড়তে পারেন কেউ কেউ।

কমিটির এক সদস্য জানান, ‘মেয়েদের জন্য খারাপই লাগছে। সম্ভবত শাস্তির মুখে পড়তে যাচ্ছে তারা।’ অবশ্য আরেক সদস্য বলেছেন, বিদ্রোহী ১৮ খেলোয়াড়ই এক জোট থাকায় সম্ভবত কারোই শাস্তি হচ্ছে না। একজনকে শাস্তি দিলে ১৮ জনই খেলা ছেড়ে দেবে। তখন কীভাবে জাতীয় দল গঠন করবো আমরা।

এ দিকে পরশু বাফুফে ভবনে এসে ক্যাম্পে থাকা বিকেএসপির আট ফুটবলারের সাথে কথা বলেছেন, বিকেএসপির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মনীরুল ইসলাম। তিনি সেখানে ফুটবলারদের ডিসিপ্লিনের কথা মনে করিয়ে দেন।

উল্লেখ্য, বিকেএসপির আটজনের মধ্যে তিনজন প্র্যাকটিস বয়কট করছেন।


আরো সংবাদ



premium cement