০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

পরিবর্তন আসছে বিপিএল ফুটবলে

পরিবর্তন আসছে বিপিএল ফুটবলে - ছবি : সংগৃহীত

বেশ কিছু পরিবর্তন এবং নতুনত্ব নিয়ে শুরু হবে ২০২৫-২০২৬ সিজনের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। সে সাথে অবশেষে লিগের পাশাপাশি একটি টুর্নামেন্টও পাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলো।

শনিবার পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত। সভা শেষে জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।

জানা গেছে, আগামী সিজনে লিগ ও টুর্নামেন্ট মিলে আছে পাঁচটি আসর। মৌসুম শুরু হবে চ্যালেঞ্জ কাপ দিয়ে। এরপর লিগের পাশাপাশি চলবে ফেডারেশন কাপ। লিগের মধ্যবর্তী দলবদলের সময় হবে সুপার কাপ। ৪/৬ দল অংশ নেবে সুপার কাপে। কোটি টাকার এই সুপার কাপ ডাবল লিগের হতে পারে। এরপর লিগ শেষে হবে স্বাধীনতা কাপ। এই স্বাধীনতা কাপে কোনো বিদেশী থাকবে না। মানে সম্পূর্ণ দেশী ফুটবলার নিয়ে এই আসর। স্বাধীনতা কাপ আগে সিজনের শুরুতে হতো। আগামীতে তা লিগের পরে করার কারণও উল্লেখ করেন ইমরুল হাসান। তার মতে, এই টুর্নামেন্ট যেহেতু দেশীদের নিয়ে তাই আসরটি লিগের পরে করা হচ্ছে টিম কম্বিনেশন ঠিক রাখার জন্য। লিগের সময় দেশীদের নিয়ে আসরটি করতে গেলে বিদেশীদের মাঠের বাইরে রাখতে হতো। এতে কম্বিনেশনে সমস্যা হতো। তাছাড়া লিগ শেষে এই টুর্নামেন্টের আগে বিদেশীরা চলেও যেতে পারবে। অন্য সময়ে হলে তো বিদেশীদের বসিয়ে বসিয়ে টাকাই দিতে হতো।

আগামী বিপিএলে আর বিদেশী হিসেবে এশিয়ান কোটা থাকছে না। ইমরুল জানান, এএফসি আর এশিয়ান কোটা রাখছে না। তাই আগামীতে ক্লাবগুলো যেকোনে দেশেরই ছয় বিদেশীকে নিতে পারবে। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের গাইড লাইন অনুযায়ী প্রতি ক্লাবকে ৩৫ জনের মধ্যে পাঁচজন করে অনূর্ধ্ব-২০ খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করাতে হবে। খেলোয়াড় তালিকায় রাখতে হবে তিনজন অনূর্ধ্ব-২০ খেলোয়াড়কে। সে সাথে একাদশেও রাখতে এই এই বয়স শ্রেণির একজনকে। আগামী এই বিপিএলের ফুটবলার রেজিস্ট্রেশন শুরু হবে ১ জুন থেকে। চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্ব ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। আর তা জাতীয় দলের স্বার্থেই। জাতীয় দল থেকে চাওয়া, ফুটবলাররা যেন বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হওয়ার আগে খেলার মধ্যেই থাকে। তাই ২১ তারিখে এই লিগ শুরু।

এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে ১৫টি ক্লাব আবেদন করলেও তিন ক্লাব উত্তরা স্পোর্টিং, সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদা এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ক্লাব লাইসেন্সিংয়ের সব শর্ত পূরণ করতে পারেনি। নির্ধারিত সময়ের পর আবেদন করায় বিবেচনায় আসেনি গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের নাম। তাই বাকি ১১ ক্লাব পিডব্লুডি, বাফুফে এলিট অ্যাকাডেমী, ওয়ারী, নোফেল স্পোর্টিং, ফরাশগঞ্জ, আরামবাগ, বিআরটিসি, সিটি ক্লাব, ঢাকা রেঞ্জার্স, লিটিল ফ্রেন্ডস ও উত্তর বারিধারাকে নিয়ে হবে এই বিসিএল। এই লিগের জন্য গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম, মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজ মাঠ, কিংস এরিনার প্র্যাকটিস গ্রাউন্ড, ফর্টিস গ্রাউন্ড ও আর্মড পুলিশ ব্যাটালিয়ান মাঠে হতে পারে।

বিসিএলের ফুটবলার রেজিস্ট্রশন শুরু হবে ৪ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। লিগ শুরু হবে ৪ মার্চ থেকে। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। ১৬ এপ্রিল মধ্যবর্তী দলবদল শুরু। এরপর ২৪ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। আগে বিসিএলের রেলিগেশন না করার সিদ্ধান্ত হলেও কাল সভায় সিদ্ধান্ত দুটি দল উঠবে এবং নেমে যাবে দুটি দল।

এবারের বিপিএল ও বিসিএল বয়সভিত্তিক লিগ একই সময়ে ২০ জুন শুরু হবে। বিসিএল অনূর্ধ্ব-১৬ এর ফুটবলার রেজিস্ট্রেশন ২১ এপ্রিল শুরু। আর বিপিএল অনূর্ধ্ব-১৮ লিগের খেলোয়াড় নিবন্ধন ১ জুন শুরু হবে।

আজকের সভার সিদ্ধান্ত, এবারের ফেডারেশন কাপের ফাইনাল হবে ময়মনসিংহে। এর কোয়ালিফায়ার ওয়ান ও টু একই দিন ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার থ্রির তারিখ ১৪ এপ্রিল। আর ফাইনাল ২২ এপ্রিল।


আরো সংবাদ



premium cement
লিবিয়া উপকূলে ভেসে আসছে লাশ, ২০ বাংলাদেশী নিহত লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের ভাষা আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ ৩ ইসরাইলির বিনিময়ে মুক্ত ১৮৩ ফিলিস্তিনি অ্যাটর্নি সার্ভিস ও স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সংস্থা গঠনের প্রস্তাব নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে প্রাণের বইমেলা শুরু আশুলিয়ায় আন্দোলনে নিহত ৪ জনের লাশ কবর থেকে উত্তোলন তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি বিবেচনাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কুরআন শিক্ষার ব্যবস্থা ধর্মীয় শিক্ষক নিয়োগ জরুরি একই পরিবারের ৩ জনসহ নিহত ১৫ বইমেলায় শেখ হাসিনার গ্রাফিতি আঁকা ডাস্টবিন

সকল