২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ড্রতে ব্যবধান কমানোর সুযোগ হারাল আবাহনী

- ছবি : নয়া দিগন্ত

একই দিনে দু’আবাহনীর ম্যাচ। তবে তা পারস্পরিক ম্যাচে নয়। ভিন্ন মাঠে ভিন্ন দলের বিপক্ষে। তবে গতকাল প্রথম পর্ব শেষ করা বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দু’ম্যাচে কোনো আবাহনীই জিততে পারেনি।


ঢাকা আবাহনী গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সাথে। আর চট্টগ্রাম আবাহনী ০-১ গোলে হেরেছে ফর্টিস এফসি কাছে। হারের ফলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতেই বন্দরনগরীর দল।

অন্যদিকে ব্রাদার্সের বিপক্ষে জিততে ব্যর্থ হলে শীর্ষে থাকা মোহামেডানের সাথে পয়েন্টের ব্যবধান কমানো সুযোগ নষ্ট করেছে ঢাকার আকাশি-নীল শিবির। ৯ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে মোহামেডান।

অন্যদিকে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করলো মারুফুল হকের দল। জিতলে মোহামেডানের সাথে আবাহনীর পয়েন্টের ব্যবধান হতো ২। কাল জিততে না পেরে তৃতীয় স্থানে উঠা হলো না ব্রাদার্সেরও। তাদের ভান্ডারে ১৫ পয়েন্ট। আছে ৫ নাম্বারে।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা আবাহনী বলতে গেলে হারের হাত থেকেই রক্ষা পেয়েছে। দু’ম্যাচ পর খেলতে নামা গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় তাদের ন্যূনতম এক পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগের সুযোগ হয়। এর আগে মোহাম্মদ ইব্রাহিম আবাহনীকে গোলবঞ্চিত করেন। ৭ মিনিটে শাহরিয়ার ইমনের ক্রসে ইব্রাহিম যে হেড নেন তা পোস্টে বাধাপ্রাপ্ত হয়। ৭৩ মিনিটে আবাহনী ফের গোলের সুযোগ পায়। এবার এনামুল গাজী পারেননি দলকে এগিয়ে নিতে। বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েও ব্যর্থ তিনি।

এরপর শুরু হয় ব্রাদার্সের জয়ের চেষ্টা। শেষ দশ মিনিটে গোপীবাগের দলটির প্রায় তিনটি গোল চেষ্টা রুখে দেন আবাহনীর কিপার মিতুল মারমা। ৮২ মিনিটে রহমতের দূরপাল্লার শট দক্ষতার সাথে প্রতিহত করেন মিতুল। ৮৯ মিনিটে কৌশিক বড়ুয়ার ফ্রি-কিক গোলে যাওয়ার আগে মিতুলের বাধা।

কিংস এরিনায় ছিল ফর্টিস এফসির সাথে চট্টগ্রাম আবাহনীর ম্যাচ। এতে ৩৪ মিনিটে ইসার গোলে জয় ফর্টিস এফসির। লিগের ফিরতি পর্ব মাঠে গড়াবে মধ্যবর্তী দলবদলের পর।

প্রথম পর্ব শেষে দলগুলোর পয়েন্ট তালিকা

দল                 খেলা       জয়      ড্র    পরা    গোল     পয়েন্ট

মোহামেডান            ৯       ৮        ০      ১      ২১/৪      ২৪
ঢাকা আবাহনী          ৯      ৬         ২      ১      ১১ /১     ২০
বসুন্ধরা কিংস           ৯      ৫         ২      ২      ২৭/৬     ১৭
রহমতগঞ্জ               ৯      ৫          ০     ৪      ২৩/১৪    ১৫
ব্রাদার্স                    ৯     ৪           ৩     ২      ১৪/ ৮     ১৫
ফর্টিস                     ৯     ২           ৫      ২      ৯/ ৮      ১১
পুলিশ                     ৯     ৩           ১      ৫      ১৩/১৬    ১০
ইয়ংম্যান্স                 ৯     ৩           ০      ৬      ১০/২৩    ৯
ওয়ান্ডারার্স               ৯     ১           ১       ৭       ৫/৩১     ৪
চট্টগ্রাম আবাহনী         ৯     ১           ০       ৮      ২/ ২৪    ৩


আরো সংবাদ



premium cement
প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল শিগগিরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মান্না বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান গোঁজামিলের ভোটার তালিকা মেনে নেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান ইইউ বাংলাদেশের সাথে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে ‘হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না’ রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহবান মন্ত্রণালয়ের ঈশ্বরগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

সকল