২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

কাবরেরার সামনেই আল আমিনের জবাব

- ছবি : নয়া দিগন্ত

‘ও তো লিগের শুরুর দিকে ভালো করেছিল। গোলও পাচ্ছিল। কিন্তু এখন তো সে গোলের মধ্যে নেই। ফর্মটা পড়তির দিকে।’ কয়েক দিন আগে বাফুফে ভবনে মিডিয়ার সাথে আল আমিন সম্পর্কে এই মন্তব্য ছিল হাভিয়ার কাবরেরার। প্রসঙ্গ ছিল আসন্ন জাতীয় দলের স্কোয়াড। বাংলাদেশ দলের এই স্প্যানিশ কোচের বক্তব্যে কিন্তু ফুটে উঠেছিল বাংলাদেশ পুলিশের এই স্ট্রাইকারের ডাক না পাওয়ার বিষয়।

কাল অবশ্য বিপিএলে পুলিশ ও রহমতগঞ্জের খেলা দেখতে ময়মনসিংহ যান কাবরেরা। সেখানে অবশ্য কোচের সামনেই জবাবটা দিয়েছেন নীলফামারীর এই ফুটবলার। তার করা জোড়া গোলেই জয়ের দেখা পায় পুলিশ। লিগে এখন পর্যন্ত ৭টি গোল করেছেন আল আমিন। এর মধ্যে তিন ম্যাচে ৬ গোল। মানে একেক ম্যাচে দু’টি করে গোল। এছাড়া ফেডারেশন কাপেও তার জোড়া গোল ছিল বসুন্ধরা কিংসের বিপক্ষে।

গোলের পর আল আমিন জানান, ‘আমরা লক্ষ্য পূরন করেছে লিগের প্রথম পর্বে। চেয়েছিলাম কমপক্ষে ৮টি গোল করতে। এখন ৭টি গোল করতে পেরেছি। সে সাথে ফেডারেশন কাপে ২ গোল।’ এরপর জানান, ‘আমাদের খেলা দেখতে কোচ কাবরেরা মাঠে আসেন। খেলা শুরুর অগে কোচ আমাকে ডেকে কথাও বলেন। এরপর ম্যাচে আমি দুই গোল করেছি। তবে খেলার পর আর আমি কোচকে খুঁজে পাইনি। যদিও আমি আমার যোগ্যতা প্রমান করেছি এই দুই গোল করে।’ এখন আল আমিনের জোড়া গোলের পর কি সিদ্ধান্ত পাল্টাবেন কাবরেরা?

ফেডারেশন কাপে এখনও পুলিশের খেলা বাকী ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। সেই ম্যাচেও গোল করতে চান তিনি। তবে লিগে নিজের লক্ষ্যের কথা স্পস্ট করলেন এই উঠতি স্ট্রাইকার। জানালেন, ‘লিগে আমি ২০টি গোল করতে চাই।’

আল আমিন এবারের লিগে দুটি করে গোল করেছেন ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল, ঢাকা ওয়ান্ডারার্স ও কাল রহমতগঞ্জের বিপক্ষে। একটি গোল ছিল মোহামেডানের সাথে ম্যাচে।


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল