২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১, ২৪ রজব ১৪৪৬
`

কাবরেরার সামনেই আল আমিনের জবাব

- ছবি : নয়া দিগন্ত

‘ও তো লিগের শুরুর দিকে ভালো করেছিল। গোলও পাচ্ছিল। কিন্তু এখন তো সে গোলের মধ্যে নেই। ফর্মটা পড়তির দিকে।’ কয়েক দিন আগে বাফুফে ভবনে মিডিয়ার সাথে আল আমিন সম্পর্কে এই মন্তব্য ছিল হাভিয়ার কাবরেরার। প্রসঙ্গ ছিল আসন্ন জাতীয় দলের স্কোয়াড। বাংলাদেশ দলের এই স্প্যানিশ কোচের বক্তব্যে কিন্তু ফুটে উঠেছিল বাংলাদেশ পুলিশের এই স্ট্রাইকারের ডাক না পাওয়ার বিষয়।

কাল অবশ্য বিপিএলে পুলিশ ও রহমতগঞ্জের খেলা দেখতে ময়মনসিংহ যান কাবরেরা। সেখানে অবশ্য কোচের সামনেই জবাবটা দিয়েছেন নীলফামারীর এই ফুটবলার। তার করা জোড়া গোলেই জয়ের দেখা পায় পুলিশ। লিগে এখন পর্যন্ত ৭টি গোল করেছেন আল আমিন। এর মধ্যে তিন ম্যাচে ৬ গোল। মানে একেক ম্যাচে দু’টি করে গোল। এছাড়া ফেডারেশন কাপেও তার জোড়া গোল ছিল বসুন্ধরা কিংসের বিপক্ষে।

গোলের পর আল আমিন জানান, ‘আমরা লক্ষ্য পূরন করেছে লিগের প্রথম পর্বে। চেয়েছিলাম কমপক্ষে ৮টি গোল করতে। এখন ৭টি গোল করতে পেরেছি। সে সাথে ফেডারেশন কাপে ২ গোল।’ এরপর জানান, ‘আমাদের খেলা দেখতে কোচ কাবরেরা মাঠে আসেন। খেলা শুরুর অগে কোচ আমাকে ডেকে কথাও বলেন। এরপর ম্যাচে আমি দুই গোল করেছি। তবে খেলার পর আর আমি কোচকে খুঁজে পাইনি। যদিও আমি আমার যোগ্যতা প্রমান করেছি এই দুই গোল করে।’ এখন আল আমিনের জোড়া গোলের পর কি সিদ্ধান্ত পাল্টাবেন কাবরেরা?

ফেডারেশন কাপে এখনও পুলিশের খেলা বাকী ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। সেই ম্যাচেও গোল করতে চান তিনি। তবে লিগে নিজের লক্ষ্যের কথা স্পস্ট করলেন এই উঠতি স্ট্রাইকার। জানালেন, ‘লিগে আমি ২০টি গোল করতে চাই।’

আল আমিন এবারের লিগে দুটি করে গোল করেছেন ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল, ঢাকা ওয়ান্ডারার্স ও কাল রহমতগঞ্জের বিপক্ষে। একটি গোল ছিল মোহামেডানের সাথে ম্যাচে।


আরো সংবাদ



premium cement
সুদের হার হ্রাসের সিদ্ধান্ত স্থগিত করছে মার্কিন ফেডারেল রিজার্ভ ডব্লিউএইচওর পরিচালক মনোনয়নকালে কানাডার নাগরিক ছিলেন পুতুল! মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই নোয়াখালীতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যেতে বাধা ইসরাইলের নওগাঁয় তাপমাত্রার পারদ ৮ ডিগ্রির ঘরে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরাইলের বাধা দেয়ার অভিযোগ হামাসের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৩০ কুয়াশায় আচ্ছন্ন কুড়িগ্রাম ফেডারেল সংস্থার ১৭ মহাপরিদর্শককে বরখাস্ত করলেন ট্রাম্প

সকল