১৬ বছর পর শিরোপার লড়াইয়ে আবাহনী-মোহামেডান
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ জানুয়ারি ২০২৫, ২২:৪৫
এখনও দর্শকপ্রিয় দু’দলের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বিশেষণ যুক্ত। পারস্পরিক ম্যাচে পাল্টা পাল্টি জয়ের দেখা পাচ্ছে উভয় দলই। এবারও ব্যতিক্রম নয়। লিগে ঢাকা আবাহনীকে হারিয়েছে মোহামেডান। আর ফেডারেশন কাপে তো আবাহনীর কাছে হেরে বিদায়ই নিতে হলো সাদাকালোদের। ঢাকা ডার্বি খ্যাত এই দু’দলের ম্যাচে পরস্পরকে হারানো এই তুমুল প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের ক্ষেত্রে আকাশী নীল শিবিরের ধারে কাছেও নেই সাদাকালোরা।
শেষ হওয়া ১৬টি বিপিএলে আবাহনী ছয় বার চ্যাম্পিয়ন হলেও মোহামেডান একটি বারের জন্যও এই ট্রফি জিততে পারেনি। মোহামেডানের অর্জন চারবার এই লিগে রানার্সআপ হওয়া। তা প্রথম তিন লিগের পর গত লিগে। ঢাকা প্রথম বিভাগ, প্রিমিয়ার ডিভিশন লিগের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম তিন সিজনে চ্যাম্পিয়নশিপ ফাইট হয়েছিল এই দু’দর্শক প্রিয় দলের মধ্যে। তবে গত ১৬ বছরে এই দু’দল একত্রে শিরোপার রেসে ছিল না। শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং বসুন্ধরা কিংসের আগমনে দুই দলের এই লড়াইটা হারিয়ে গিয়েছিল। তবে এবার ১৬ বছর পর ফের লিগ শিরোপার লড়াইয়ে ক্লাব দুটি।
এবারের বসুন্ধরা গ্রুপ বিপিএলে সপ্তম রাউন্ড শেষ হয়েছে। এতে টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান মোহামেডানের। ঢাকা আবাহনী সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্টে তৃতীয় স্থানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গত বছরের ট্রেবলজয়ী এবং টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অবস্থান ব্রাদার্স ইউনিয়নেরও পরে। ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাদার্স। আর বসুন্ধরা কিংস ১৩ পয়েন্ট ঝুঁলিতে জমিয়ে আছে পাঁচে। অবশিষ্ট পাঁচ দলের কারো পয়েন্টই দু’অংকের মধ্যে নেই। এর মধ্যে চট্টগ্রাম আবাহনী তো এখন পর্যন্ত নামের পাশে কোনো পয়েন্টই জমা করতে পারেনি।
মূলত: বসুন্ধরা কিংসের বাজে অবস্থা এবং শেখ জামাল ও শেখ রাসেল না খেলায় এবার শিরোপার রেসে আবাহনী ও মোহামেডান। এর আগে এই দু’দল লিগ চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করেছিল ২০০৯-১০ সালে। তা ছিল তৃতীয় বিপিএল। সে সিজনের মতো ২০০৭ এবং ২০০৮-৯ সিজনেও মোহামেডানকে রানার্সআপে সন্তুষ্ট রেখে লিগ সেরার উল্লাস করেছিল আবাহনী।
দুঃসময় সময় পেরিয়ে ফুটবলে ঘুরে দাঁড়িয়েছে আলফাজ আহমেদের মোহামেডান। ২০২৩ সালে এই আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছিল মতিঝিল ক্লাব পাড়ার দলটি। ঐতিহ্যবাহী ক্লাবটি গত লিগের রানার্সআপ। আবাহনী অবশ্য ২০২২ এবং ২০২২-২৩ সিজনের লিগ রানার্সআপ। মোহামেডান তো ২০১৬ থেকে ২০২২-২৩ সিজন পর্যন্ত তৃতীয়ও হতে পারছে না। তারাই এখন প্রথম বিপিএল শিরোপার স্বপ্ন দেখছে। অবশ্য তাদের পয়েন্ট হারানোর অপেক্ষায় আবাহনী। দু’দলের পয়েন্টের গ্যাপ মাত্র পাঁচ পয়েন্ট। সাদাকালোরা একটিতে হারলে এবং অন্য ম্যাচে ড্র করলে এবং আবাহনী জয়ের ধারায় থাকলেই দু’দলের পয়েন্ট সমান হয়ে যাবে।
প্রথম পর্বের আরো দু’রাউন্ড বাকী। এই দু’রাউন্ডে মোহামেডান ১৭ জানুয়ারী ব্রাদার্স ইউনিয়নের সাথে এবং ২৪ জানুয়ারি ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলের সাথে খেলবে। ঢাকা আবাহনীর পরের দু’ম্যাচের প্রতিপক্ষ ১৮ জানুয়ারি রহমতগঞ্জ এবং ২৫ জানুয়ারি ব্রাদার্স ইউনিয়ন। মোহামেডান অবশ্য জয়ের ধারায় থাকলে তাদের ধরতে ফিরতি পর্ব পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে মারুফুল হকের দলকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা