১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

১৫ জানুয়ারি থেকে সাবিনাদের ক্যাম্প শুরু

বাংলাদেশ নারী ফুটবল দল - ছবি : সংগৃহীত

ছুটি শেষে আবারো জাতীয় দলের ক্যাম্পে ওঠছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। জুনে শুরু হচ্ছে এশিয়ান বাছাই পর্বের ম্যাচ।

এর আগে ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার চেষ্টা করেছিল বাংলাদেশ। যোগাযোগও করেছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার সাথে। কিন্তু কোনো সাড়া পায়নি বাফুফে। তাই এখন মার্চের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার চেস্টা করছে বাফুফে।

বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন জানান, ‘১৫ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু হচ্ছে সাবিনা খাতুনদের। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাফুফে ফেব্রুয়ারিতে সাবিনাদের ঢাকাতেই ম্যাচ খেলাতে চেয়েছিল। এখন মার্চের উইন্ডোর ম্যাচ বিদেশের মাটিতে হলেও খেলবে বাংলাদেশ। কোচ হিসেবে বহাল থাকছেন ইংল্যান্ডের পিটার জেমস বাটলারই। ফেব্রুয়ারিতে তিনি যোগ দেবেন ক্যাম্পে।


আরো সংবাদ



premium cement