ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয়
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:০০, আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:০২
অবশেষে ব্যর্থতার বৃত্ত ভাঙলো ম্যানচেস্টার সিটি। ফুরালো ৬৭ দিনের অপেক্ষা। ফের টানা দ্বিতীয় জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা৷ লেস্টার সিটির পর এবার ওয়েস্ট হামের বিপক্ষে জয় তুলে নিল পেপ গার্ফিওয়ালারা।
গত অক্টোবরের পর এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জিতলো ম্যানসিটি। স্পার্টা প্রাহা ও সাউদাম্পটনের বিপক্ষে জয়ের পর কী যেন হয়ে গিয়েছিল টানা তিনবার লিগ শিরোপা জয়ীদের৷ যেখানে ১৪ ম্যাচে জয় মাত্র ১টি!
যাহোক, ইতিহাদে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বড় জয় পেয়েছে সিটি। ঘরের মাঠে সিটি জিতেছে ৪-১ ব্যবধানে। এ জয়ে নতুন বছরটাও দারুণভাবে শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। এখন অপেক্ষা ধারাটা ধরে রাখার।
লিগে সবশেষ ১১ ম্যাচে সিটির এটি কেবল তৃতীয় জয়।
তবে ২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে পাঁচে নিউক্যাসল ইউনাইটেড।
ওয়েস্ট হ্যাম শুরুতে বেশ চাপ তৈরি করে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। উল্টো দশম মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে তারা। সাভিনিওর শট ওয়েস্ট হামের ভ্লাদিমির কাউফলের গায়ে লেগে দিক বদলে জালে জড়ালে এগিয়ে যায় সিটি।
২৯ দ্বিতীয় গোলের নিশ্চিত সুযোগ পেয়েও হতাশ করেন বের্নার্দো সিলভা। হলান্ডের পাস থেকে তার নেয়া শট পা দিয়ে আটকান গোলরক্ষক। ৩৮তম মিনিটে রিকো লুইসের জোরাল শটও ঝাঁপিয়ে রুখে দেন আলফুঁস আরিওলা।
ফরাসি গোলরক্ষক আরিওলা ৪২তম মিনিটে আর আটকাতে পারেননি। সাভিনিয়োর লম্বা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে হেডে বল জালে পাঠান আর্লিং হলান্ড। দ্বিতীয় গোলের দেখা পায় সিটি।
বিরতির থেকে ফিরে তিন মিনিটের মাঝে দুই গোল করে ওয়েস্ট হামের ফেরার দরজা বন্ধ করে দেয় সিটি। ৫৫ মিনিটে হলান্ডের দ্বিতীয় গোলের ৩ মিনিট পর লক্ষ্য ভেদ করেন ফিল ফোডেনও। ৫৮ মিনিটের মাঝেই সিটি এগিয়ে যায় ৪-০ গোলে।
৭১ মিনিটে ওয়েস্ট হামের হয়ে এক গোল শোধ করেন নিকোলাস ফুলক্রুগ। এই গোল অবশ্য শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা