০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ঘটনাবহুল ম্যাচে রিয়ালের রোমাঞ্চকর জয়

রিয়াল মাদ্রিদ - ছবি - ইন্টারনেট

লাল কার্ড দেখলেন ভিনিসিউস জুনিয়র। পেনাল্টি মিস করলেন জুড বেলিংহ‍্যাম। আবার তিনি হয়ে উঠলেন ত্রাতা, জেতালেন দলকে। তবে সব মিলিয়ে বেশ ঘটনাবহুল ম‍্যাচ দিয়ে শুরু হলো লা লিগার নতুন বছর।

ম‍্যাচজুড়ে যদিও ছিল বিতর্কের অনেক অনুষঙ্গ। তবে শুক্রবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে উত্তেজনা ভরা ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে নতুন বছরের শুভ সূচনা করেছে তারা।

প্রথমার্ধে ভ্যালেন্সিয়ার আক্রমণ ঠেকাতেই কেটেছে রিয়াল মাদ্রিদের। তবে ২৭ মিনিটে গোলরক্ষক থিবো কোর্তয়া আর পারেননি। গেররার শট প্রথমে কোনোমতে ঠেকিয়ে দিলেও ফিরতি বলে সুযোগ কাজে লাগান দুরো।

৩৮তম মিনিটে সুযোগ আসে সমতায় ফেরার। তবে ভালভের্দের বুলেট গতির শট বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে! পাঁচ মিনিট পর ভিনিসিউসের শট পা দিয়ে কোনোমতে ফিরিয়ে দেন দিমিত্রিয়েভস্কি। পিছয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে ভ্যালেন্সিয়াকে চেপে ধরার চেষ্টা করে রিয়াল। কিন্তু একের পর এক ফাউলে বার বার গতি হারায় খেলা।

এর মাঝে ৫২তম মিনিটে ডি বক্সে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোজরা।

পেনাল্টির জন‍্য ওই ফাউল যথেষ্ঠ ছিল কী না তা নিয়ে প্রশ্ন তোলেন ধারাভাষ‍্যকাররা। তবে সেই পেনাল্টি থেকে ভালো কিছু হয়নি। বেলিংহ‍্যামের নিচু গড়ানো শট ফেরে পোস্টে লেগে! এই প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হলেন এই ইংলিশ তারকা।

৫৮ মিনিটে বল জালে পাঠান এমবাপ্পে। কিন্তু অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়। এদিকে ৭৯ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। প্রতিপক্ষের উস্কানিতে গোলরক্ষক দিমিত্রিয়েভস্কির কাঁধে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন ভিনিসিউস।

অবশেষে ৮৫তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বদলি নামা লুকা মদ্রিচ। বেলিংহ‍্যামের দারুণ পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার। তাতে প্রাণ ফিরে রিয়াল শিবিরে।

আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ফুলকিয়ের কাছ থেকে বল পেয়ে উদ্দেশ‍্যহীন দুর্বল ব‍্যাক পাসে বিপদ ডেকে আনেন উগো গিয়ামন। সুবর্ণ সুযোগ পেয়ে ঠাণ্ডা মাথায় ঠিকানা খুঁজে নেন বেলিংহ‍্যাম।

এই জয়ে আপাতত ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে।


আরো সংবাদ



premium cement