০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মাঠের মেসি এবার ব্যবসায়

মাঠের মেসি এবার ব্যবসায় - ছবি : সংগৃহীত

এবার রিয়েল এস্টেট ব্যবসায় নামলেন মাঠের মেসি। গল্পের শুরুটা আর্জেন্টিনার রোজারিওতে। জীবনের বেশিভাগ সময় পার করেছেন স্পেনের বার্সেলোনায়। খেলার মাঠের পালা বদলে পাড়ি জমালেন ইন্টার মায়ামিতে। তবে এবার সেই স্মৃতির শহর স্পেনেই রিয়েল এস্টেট ব্যবসায় নাম লেখালেন বিশ্বজয়ী এই তারকা।

ফুটবল বিশ্বকে নান্দনিকতায় মুগ্ধ করে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন এই আর্জেন্টাইন সুপার স্টার। যেকোনো সময়ই নিতে পারেন অবসর। জানাতে পারেন বিশ্ব ফুটবলকে বিদায়। কিন্তু তার আগেই ভক্তদের চমক দিয়ে শুরু করলেন এক নতুন যাত্রা।

বিশ্বজয়ী এই তারকা ফুটবলারের রিয়েল এস্টেট বিনিয়োগ প্রতিষ্ঠানের নাম 'এদিফিসিও রোসটাওয়ার সোচিমি'। সম্প্রতি স্পেনের বাজারে আত্মপ্রকাশ করেছে এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন মেসি নিজেই।

স্প্যানিশ মার্কেটে কোম্পানিটির প্রতি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭.৪ ইউরো। মূলধন ২২৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ দুই হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকারও বেশি। এই প্রতিষ্ঠনের একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'লিমেকু এস্পানা ২০১০'।

এই প্রতিষ্ঠানে বোর্ডের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জু। মেসির মাঠের ব্যস্ততার কারণে ব্যবসায়িক পরিসরটা দেখাশোনা করেন আন্তোনেলা। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আলফোনসো নেবোত। যিনি মেসির পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। আর অন্যজন র‌্যামোন আডেল স্পেনের এনার্জি কোম্পানি নাটুরজিরও বোর্ড সদস্য বলে জানা গেছে।

স্পেন ও অ্যান্ডোরাতে বর্তমানে সাতটি হোটেল রয়েছে 'এদিফিসিও রোসটাওয়ার সোচিমি' প্রতিষ্ঠানের। এতে
স্পেনে রয়েছে তিনটি অফিস স্পেস, পাঁচটি অ্যাপার্টমেন্ট, এবং লন্ডন ও প্যারিসে রয়েছে আবাসিক প্রজেক্ট।

জানা গেছে, আর্জেন্টাইন এই তারকার বিনিয়োগ ট্রাস্টটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। কাতালুনিয়া অঞ্চলে মেসি ২০০০ সালে বার্সেলোনায় খেলার জন্য স্থায়ী হয়েছিলেন। সেখানে ছিলেন ২০২১ সাল পর্যন্ত। মেসির এই প্রতিষ্ঠানে নতুন বিনিয়োগকারী নেয়ার পরিকল্পনা আছে। এর মধ্যে যারা কাতালুনিয়া অঞ্চলে বিনিয়োগে আগ্রহী তাদেরকে প্রাধান্য দেয়া হবে।


আরো সংবাদ



premium cement