২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ট্রেবলজয়ী সিটিতে আসার গুঞ্জন মেসির!

ট্রেবলজয়ী সিটিতে আসার গুঞ্জন মেসির! - ছবি : নয়া দিগন্ত

এবার ট্রেবলজয়ী সিটিতে আসার গুঞ্জন ওঠেছে মেসির। সত্যি কি তাই? কী ভাবছেন ট্রেবলজয়ী কোচ পেপ গার্দিওলা। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির মাঠের পারফর্মেন্স দেখলে তা সহজেই অনুমান করা যায়। এখন ট্রেবলজয়ী সিটিতে আসার গুঞ্জন মেসির!সিটির সময় ভালো যাচ্ছে না।

মাঠের কম্পিটিশনে শেষ ১২ ম্যাচের মধ্যে পরাজয় ছিল নয়টি। জয় একটি এবং বাকি দুটি ড্র হয়েছে। এক ম্যাচে শান্তনার জয় নিয়ে ড্র করেছে বাকি দু’টোতে। এমন পরিস্থিতিতে গেইম মেকার এই কোচের মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা।

বর্তমানে লিগ টেবিলের ছয়ে আছে ম্যানসিটি বস গার্দিওলার দল। দলকে সাফল্য এনে দিতে চেষ্টার কমতি নেই। তবে কোনো পরিকল্পনাই কাজ করছে না। অমানিশা ঘোর যেন তার সামনে। এমন দুঃসময়ে সিটির কিং মেকার বিকল্প হিসেবে খুঁজছেন তার পুরোনো লিজেন্ড মেসিকে। আবারো নিজের দলে আনতে চান এই স্প্যানিশ কোচ। ওই এক বিশ্বজয়ী লিও মেসি যেন তার সামনে সমাধান।

ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্ত জানিয়েছে, সিটিকে ম্যাচে ফেরাতে দলে আনতে মরিয়া কোচ গার্দিওলা। মেজর লিগ সকারের (এমএলএস) বিরতিতে ইন্টার মায়ামির গেম চেঞ্জার লিওকে শীতকালীন লোনে ইংলিশ প্রিমিয়ার লিগে আনার চিন্তা করছেন তিনি।

এখন লিগ টেবিলের যে অবস্থানে সিটি তাতে ধীরে ধীরে শিরোপা জয়ের স্বপ্ন ধরে রাখা যেন ম্লান হয়ে আসছে। আরো জটিল হয়ে ওঠছে সামনের পথ। এই সঙ্কট কাটিয়ে ওঠার জন্য গার্দিওলার নজর এখন মেসির দিকে। ফিরে যেতে চান পুরোনো দিনের গল্পে। বার্সেলোনার গার্দিওলা ও মেসি যুগে। বিশ্ব ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করা ফুটবলের ক্ষুদে যাদুকরের কাছে।

তবে মেসির সিটিতে ফেরা এখনো অনিশ্চিত। গুঞ্জনেই যেন সিটির শান্তনা। চূড়ান্ত হয়নি কোনো কিছু। আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা। অল্প সময়ের অবসরের সুযোগটা কাজে লাগাতে চান মেসির সাবেক কোচ। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার শুরু হয় ফেব্রুয়ারি থেকে। ছয় মাসের জন্য মেসিকে দলে আনতে পারলে নির্ভার থাকতে পারবেন গার্দিওলা।

গার্দিওলার হাত ধরে ক্যারিয়ারের টানা চার ব্যালন ডি'অর জিতেছেন মেসি। বিশ্ব ফুটবলে নিজেকে ছাড়িয়ে যাবার গল্পটাও তার হাতে। হয়ে ওঠেন আর্জেন্টাইন এই সুপারস্টার। সর্বশেষ ২০২২ সালে দুনিয়া দেখা বিশ্ব জয়ের পর ইউরোপিয়ান ফুটবলকে জানান ফুটবলের এই মহাতারকা।

মেসির সিটিতে ফেরার গুঞ্জনটা অবশ্য আরো আগেই ওঠেছিল। ২০২১ সালের গ্রীষ্মেও প্যারিস সেইন্ট জার্মেইনের বদলে সিটিতে যাবার আলাপ ওঠেছিল। আলাপ আর আলো দেখেনি। তবে এবার সময়ের অপেক্ষা। দুর্দিনে সাবেক কোচের ডাকে সাড়া দিবে কিনা তা সময়ই বলে দিবে। সময় দেখাবে সিটির জার্সিতে অন্য এক মেসিকে।


আরো সংবাদ



premium cement
বন্দী চুক্তিতে ‘নতুন বাধা’ তৈরি করছে হামাস, অভিযোগ ইসরাইলের সমাজের অগ্রগতিতে আলেমদের ভূমিকা রাখতে হবে : কুবি ভিসি টেপ মোড়ানো বস্তুতে লাথি মারতেই বিস্ফোরণ, অল্পের জন্য বাঁচল প্রাণ এস আলম আন্তর্জাতিক সালিশে গেলে কী হতে পারে ছাত্র-জনতার আন্দোলনে হামলা : আ’লীগের ২ নেতা গ্রেফতার শ্রমিকদের সম্মান দিতে পারলে দেশের চেহারা বদলে যাবে : অধ্যাপক মজিবুর রহমান বাংলাদেশ-চীন সম্পর্ক গাজার পরিস্থিতি ‘অত্যন্ত ভয়াবহ’ : পোপ ফ্রান্সিস গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা জানালেন ট্রাম্প, পেলেন কড়া জবাব গোয়াইনঘাটে চুরির অপবাদে গণপিটুনিতে যুবক নিহত ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টায় মোজাম্বিকে ২১ জন নিহত

সকল