২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অপ্রতিরোধ্য রোনালদো, আল নাসেরের বড় জয়

অপ্রতিরোধ্য রোনালদো, আল নাসেরের বড় জয় - ছবি : সংগৃহীত

আবারো রোনালদো ম্যাজিক। গোল করেই চলেছেন সি আর সেভেন। এবার জোড়া গোল করে বুঝালেন সহসাই থামছেন না তিনি। রোনালদোর এমন নৈপুণ্যে বড় জয় পেয়েছে তার দল আল নাসের।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সোমবার কাতারি ক্লাব আল ঘারাফার মুখোমুখি হয় আল নাসের। আল বাইত স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ৩-১ গোলে জয় পেয়েছে সফরকারীরা।

১০০০ গোল করে অবসর নেয়ার যে ইচ্ছের কথা জানিয়েছিলেন রোনালদো, সেদিকেই তিনি ছুটে চলেছেন দুরন্ত গতিতে। প্রায় চল্লিশ ছুঁই ছুঁই বয়সেও আছেন দারুণ ছন্দে।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখেন রোনালদো ও সাদিও মানে। তবে ঘারাফার রক্ষণের দৃঢ়তায় জালের খোঁজ পাচ্ছিলেন না তারা। ভালো কিছু সুযোগ এলেও তা কাজে লাগেনি। ফলে গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতিতে যায় দুই দল।

তবে বিরতির পর বদলে যায় দৃশ্যপট। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই আল নাসেরকে এগিয়ে দেন রোনালদো। আল গানামের ক্রস থেকে বল পেয়ে দারুণ হেডে জালে জড়ান এই পর্তুগিজ তারকা।

এরপর ৫৮তম মিনিটে এঞ্জেলো গ্যাব্রিয়েল প্রতিপক্ষ কিপারকে পরাস্ত করে ব্যবধান ব্যবধান দ্বিগুণ করেন। দলের তৃতীয় গোল আসে ৬৪তম মিনিটে। রোনালদো আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল, যা ক্যারিয়ারের ৯১৩তম।

এই গোলে অবশ্য এঞ্জেলোর নামও আছে। আল ঘারাফার বক্সে বল নিয়ে রোনালদোকে খুঁজে নেন তিনি। তার সেই পাস ধরে বুলেট গতির এক শটে জাল কাঁপান রোনালদো। ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসের।

এরপর জোসেলু ৭৫তম মিনিটে ঘারাফার হয়ে একটি গোল শোধ দিলেও ঘুরে দাঁড়ানোর মতো আর কিছু করতে পারেনি। উল্টো সাদিও মানেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সেইদো সানো। ফলে ৮৪তম মিনিট থেকে ১০ জনকে নিয়ে খেলেছে আল ঘারাফা।

এই জয়ের পর ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-এর দ্বিতীয় স্থানে আছে আল নাসর। ১৫ পয়েন্ট নিয়ে সবার আগে আল হিলাল।


আরো সংবাদ



premium cement