২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অপ্রতিরোধ্য রোনালদো, আল নাসেরের বড় জয়

অপ্রতিরোধ্য রোনালদো, আল নাসেরের বড় জয় - ছবি : সংগৃহীত

আবারো রোনালদো ম্যাজিক। গোল করেই চলেছেন সি আর সেভেন। এবার জোড়া গোল করে বুঝালেন সহসাই থামছেন না তিনি। রোনালদোর এমন নৈপুণ্যে বড় জয় পেয়েছে তার দল আল নাসের।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সোমবার কাতারি ক্লাব আল ঘারাফার মুখোমুখি হয় আল নাসের। আল বাইত স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ৩-১ গোলে জয় পেয়েছে সফরকারীরা।

১০০০ গোল করে অবসর নেয়ার যে ইচ্ছের কথা জানিয়েছিলেন রোনালদো, সেদিকেই তিনি ছুটে চলেছেন দুরন্ত গতিতে। প্রায় চল্লিশ ছুঁই ছুঁই বয়সেও আছেন দারুণ ছন্দে।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখেন রোনালদো ও সাদিও মানে। তবে ঘারাফার রক্ষণের দৃঢ়তায় জালের খোঁজ পাচ্ছিলেন না তারা। ভালো কিছু সুযোগ এলেও তা কাজে লাগেনি। ফলে গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতিতে যায় দুই দল।

তবে বিরতির পর বদলে যায় দৃশ্যপট। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই আল নাসেরকে এগিয়ে দেন রোনালদো। আল গানামের ক্রস থেকে বল পেয়ে দারুণ হেডে জালে জড়ান এই পর্তুগিজ তারকা।

এরপর ৫৮তম মিনিটে এঞ্জেলো গ্যাব্রিয়েল প্রতিপক্ষ কিপারকে পরাস্ত করে ব্যবধান ব্যবধান দ্বিগুণ করেন। দলের তৃতীয় গোল আসে ৬৪তম মিনিটে। রোনালদো আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল, যা ক্যারিয়ারের ৯১৩তম।

এই গোলে অবশ্য এঞ্জেলোর নামও আছে। আল ঘারাফার বক্সে বল নিয়ে রোনালদোকে খুঁজে নেন তিনি। তার সেই পাস ধরে বুলেট গতির এক শটে জাল কাঁপান রোনালদো। ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসের।

এরপর জোসেলু ৭৫তম মিনিটে ঘারাফার হয়ে একটি গোল শোধ দিলেও ঘুরে দাঁড়ানোর মতো আর কিছু করতে পারেনি। উল্টো সাদিও মানেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সেইদো সানো। ফলে ৮৪তম মিনিট থেকে ১০ জনকে নিয়ে খেলেছে আল ঘারাফা।

এই জয়ের পর ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-এর দ্বিতীয় স্থানে আছে আল নাসর। ১৫ পয়েন্ট নিয়ে সবার আগে আল হিলাল।


আরো সংবাদ



premium cement
বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের

সকল