২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এমবাপ্পের ফেরার দিনে রিয়ালের দারুণ জয়

বেলিংহ্যাম - সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জার্সিটা এখনো তেমন মানিয়ে নিতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। এখনো খুঁজে পাননি পুরনো ছন্দ। শেষ চার ম্যাচে পাননি গোলের দেখাও। তবে রোববার রাতে লেগানেসের বিপক্ষে কাটিয়েছেন সেই খরা।

এদিন এস্তাদিও মিউনিসিপ্যাল ডি বুটার্কে লেগানেসের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। যেখানে স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোজরা। এমবাপ্পে ছাড়াও গোল পেয়েছেন ভালভার্দে ও বেলিংহাম।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান ৪ পয়েন্টে নামিয়ে আনলো কার্লো আনচেলত্তির দল। ১৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩০। এক ম্যাচ বেশি খেলা বার্সার পয়েন্ট ৩৪।

পুরো ম্যাচে একতরফা লড়াই উপহার দেয় রিয়াল মাদ্রিদ। লেগানেসের যেন কিছুই করার ছিল না। গোলের জন্য ভিনিসিউস-বেলিংহামরা যেখানে ১৬টি শট নেয়, বিপরীতে স্বাগতিকদের ৪ শটের সবকটিই ছিল লক্ষ্যভ্রষ্ট।

শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। তবে ফল পেতে বেশখানিকটা অপেক্ষা করতে হয় লা লিগা চ্যাম্পিয়নদের। যদিও ম্যাচের ১০ম মিনিটে রিয়ালের হয়ে গোল করেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে তা বাদ হয়ে যায়।

প্রথমার্ধ শেষের ২ মিনিট আগে রিয়ালকে এগিয়ে দেন সেই কিলিয়ান এমবাপ্পেই। ৪৩ মিনিটে ভিনিসিউসের সাজিয়ে দেয়া বল জালে পাঠিয়ে চার ম্যাচ পর উদযাপনে মাতলেন এমবাপ্পে। লা লিগায় যা তার সপ্তম গোল।

দ্বিতীয়ার্ধেও যথারীতি আক্রমণে আধিপত্য ধরে রাখে রিয়াল। ৬৬তম মিনিটে চমৎকার ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করে তারা। গোল করেন অধিনায়ক ফেদেরিকো ভালভের্দে। আর ৮৫তম মিনিটে দলের জয় নিশ্চিত করেন বেলিংহাম।

লুকা মদ্রিচের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি লেগানেস। সুযোগ পেয়ে ব্রাহিম দিয়াস জোরাল শট নিলে তা প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবার ছুঁয়ে ফিরে আসে। ফিরতি বল হেডে ফাঁকা জালে পাঠান বেলিংহাম।

বাকি সময় আর গোল না হলে ৩-০ জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।


আরো সংবাদ



premium cement
ভারতে আবারো সালমান রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সভা শনিবার অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে গেলেন আমিরে জামায়াত মরক্কোয় অভিবাসী নৌকাডুবিতে ৭০ জন নিখোঁজ বিমানে মোবাইল ফোন ফ্লাইট মোডে না রাখলে যে বিপদ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক : মির্জা ফখরুল ‘বাংলাদেশে ভারতের সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না’ দ্বিতীয় দিন শেষে মেলবোর্নে অজিদের দাপট নির্বাচনে অংশ নেয়া এবং বাধার বিষয়ে কী বলছেন আ.লীগ নেতারা কাশিয়ানীতে ভেজাল সার-কীটনাশক জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

সকল