সাবিনাদের জন্য ১ কোটি টাকা পুরস্কার বিওএ ও সেনাবাহিনীর
- ক্রীড়া প্রতিবেদক
- ১৬ নভেম্বর ২০২৪, ২১:২৬
টানা দ্বিতীয়বারের মতো সাফজয়ী সাবিনাদের জন্য এক কোটি টাকা পুরস্কার দিচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১৬ নভেম্বর) বিওএ-এর বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, দু’ পক্ষই ৫০ লাখ করে টাকা দেবে। কক্সবাজারে অনুষ্ঠানের মাধ্যমে সাবিনাদের হাতে এ অর্থ তুলে দেয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন বিওএ-এর নতুন সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
সভায় ২০২৪ সালে নির্ধারিত বাংলাদেশ গেমস আগামী বছর সুবিধাজনক সময়ে এবং ২০২৬ সালে বাংলাদেশ যুব গেমস আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, আগামী মাসে সেনাবাহিনীর উদ্যোগে সবার জন্য ম্যারাথন আয়োজনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা