১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্যারাগুয়ের কাছে হেরে গেল আর্জেন্টিনা

প্যারাগুয়ের কাছে হেরে গেল আর্জেন্টিনা - ছবি : সংগৃহীত

প্যারাগুয়ের বিপক্ষে হেরে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ১-২ গোলে হেরে গেছে আর্জেন্টিনা।

প্যারাগুয়ের মাঠ আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে হওয়া ম্যাচে লাউতারো মার্তিনেজের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। এরপর ওমর আলদেরেতের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

বিশ্বকাপ বাছাইপর্বে এটি তৃতীয় হার সেলেসাওদের। অবশ্য হারের পরও পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে লিওনেল মেসির দল।

জালের দেখা পেতে খুব বেশি একটা অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ১১তম মিনিটে এনজো ফার্নান্দেসের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে বল জালে জড়ান লাউতারো। শুরুতে অফসাইড দেন লাইন্সম‍্যান। পরে ভিএআরের সাহায‍্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।

শুরুতে পাওয়া লিড মাত্র ৮ মিনিট ধরে রাখতে পেরছে আর্জেন্টিনা। ১৯তম মিনিটে গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এ যাত্রায় আলবিসেলেস্তেদের ভাগ্য সহায় হলেও ছাড় দেননি সানাব্রিয়া। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রসে বাইসাইকেল কিকে জাল খুঁজে পান তিনি। পোস্ট ঘেঁষে যাওয়া বল ঝাঁপিয়েও রক্ষা করতে পারেননি এমিলিয়ানো মার্টিনেজ।


আরো সংবাদ



premium cement
ক্ষমতা গ্রহণের পর শুরুতেই যেসব কাজ করবেন ট্রাম্প আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে গৃহীত কার্যক্রম দুই ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয় সরকার ব্যাংকিং খাতের সংস্কারে অগ্রগতি করছে : অর্থ উপদেষ্টা কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম ‘শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম’ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার ২০২৫ সাল নাগাদ বন্ধ হবে : রিজওয়ানা হাসান ‘আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল’ দূষিত শহরের তালিকায় ঢাকার অবনতি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের ৩ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

সকল