১০ জনের ভেনেজুয়েলার সাথে ড্র ব্রাজিলের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ নভেম্বর ২০২৪, ০৭:১৯
১০ জনের ভেনেজুয়েলার সাথেও জয় পেল না ব্রাজিল। ভেনেজুয়েলার মাঠ এস্তাদিও মনুমেন্টাল দি মাতুরিনে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-১ ড্র করেছে ব্রাজিল।
প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত এক ফ্রি কিকে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনিয়া। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই তেলাস্কো সেগোভিয়ার গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। এর পর পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও গোল করতে না পারায় ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।
ভেনেজুয়েলার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলে শুরুটা বেশ ভালো করে ব্রাজিল। প্রতিপক্ষের ভুলে নবম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যায় তারা।
নিজেদের সীমানায় বল হারায় ভেনেজুয়েলা এবং ওই সুযোগে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে প্রতিপক্ষের গোলরক্ষককে কাটিয়ে কাটব্যাক করেন ভিনিসিয়ুসস জুনিয়র, দারুণ পজিশনে বল পেয়ে উড়িয়ে মারেন রাফিনিয়া। ১৪তম মিনিটে বক্সে গেরসন দারুণ এক জোরালো শট নিলেও সেটা লক্ষ্যে থাকেনি। একের পর এক আক্রমণ করতে থাকা ব্রাজিল ২২তম মিনিটেও একটুর জন্য গোল পায়নি; সাভিনিয়োর থ্রু পাস বক্সে পাওয়া ভিনির নেওয়া শট পোস্টে লাগে। ওই আক্রমণেই সতীর্থের পা ঘুরে বল পেয়ে বক্সের বাইরে থেকে শট নেন মিডফিল্ডার গেরসন, ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো।
২৭তম মিনিটে পাল্টা আক্রমণ শাণায় ভেনেজুয়েলা। ভুল পাস দিয়ে বিপদ প্রায় ডেকে এনেছিলেন ব্রাজিল গোলরক্ষক এডারসন। ওয়ান অন ওয়ান পজিশনে ভেনেজুয়েলার শট না ঠেকালে গোল প্রায় হজমই করে বসেছিল সেলেসাওরা।
৪০তম মিনিটে ব্রাজিলের স্যাভিনিও বক্সে দারুণ সুযোগ মিস করার পর ৪৩ মিনিটে রাফিনিয়ার অসাধারণ নৈপুণ্যে এগিয়ে যায় ব্রাজিল। প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিকে বল ঠিকানায় পাঠান বার্সেলোনায় হয়েও দারুণ সময় কাটানো এই ফরোয়ার্ড, বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।
১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর মাঠে নেমেই সমতায় ফেরে ভেনেজুয়েলা। বক্সে স্যাভারিনোর পাস পেয়ে জোরাল শটে এডারসনকে পরাস্ত করেন তেলাস্কো। পরের কয়েক মিনিটে আরও কয়েকটি ভালো আক্রমণ শাণায় ভেনেজুয়েলা।
ব্রাজিলকে সবচেয়ে বেশি হতাশ করেছেন ভিনি। ৫৯তম মিনিটে বল নিয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকার পথে ঝাঁপিয়ে পড়ে বাধা দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।। ভিনির দুর্বল স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক রাফায়েল রোমো। অবশ্র, তিনি আরেকবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফিরতি বলও জালে জড়াতে ব্যর্থ হন।
গোলের জন্য মরিয়া হয়ে বাকি সময়ের প্রায় পুরোটাজুড়ে টানা আক্রমণ করতে থাকে ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ আর নিজেদের বোঝাপড়ার ঘাটতির জন্য উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি তারা। পারেনি ভেনেজুয়েলাও।
৮৯তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লিকে ভেনেজুয়েলার ডিফেন্ডার আলেকসান্দের গনসালেস ফাউল করেন। প্রতিবাদ জানাতে ছুটে যান ভিনিসিয়ুস, তার মুখেও হাত দিয়ে কিছুটা আঘাত করে বসেন গনসালেস। এতে দুই দলের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়, গনসালেসকে লাল কার্ড দেখান রেফারি। শেষ ১০ মিনিট ভেনেজুয়েলা ১০ জনের দলে পরিণত হওয়ার পরও ব্রাজিল গোল করতে না পারায় ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয় দোরিভালের দলকে
অবশ্য এই ড্রয়ের ফলে আপাতত পয়েন্ট টেবিলের তিনে উঠেছে ব্রাজিল। ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ১৭। ১২ পয়েন্ট নিয়ে সাতে ভেনেজুয়েলা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা