২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চ্যাম্পিয়নস লিগেও গোলবন্যা বার্সার

চ্যাম্পিয়নস লিগেও গোলবন্যা বার্সার - ছবি : সংগৃহীত

উড়ছেন লেভানডফস্কি, রাফিনিয়ারা; উড়ছে বার্সেলোনা। গোল উৎসব চলছেই তাদের, ছুটছেন অপ্রতিরোধ্যভাবে, প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিয়ে। যেই ধারা ধরে রেখেছেন রেড স্টার বেলগ্রেডের সাথেও। তাতে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিলো হান্সি ফ্লিকের দল।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রেড স্টার বেলগ্রেডের সাথে মুখোমুখি হয় বার্সা। যেখানে সার্বিয়ান ক্লাবটির বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে তারা। তাতে চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করলো কাতালান ক্লাবটি।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সবশেষ সাত ম্যাচে টানা জয়ের পথে মোট ২৯ গোল করল ফ্লিকের কোচিংয়ে বদলে যাওয়া বার্সেলোনা। এই পরিসংখ্যানই বলে দেয় কতটা দারুণভাবে ছুটছে দলটা।

দলের জয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। একবার করে জালের দেখা পান রাফিনিয়া, ইনিগো মার্তিনেস ও ফের্মিন লোপেস। অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন ডিফেন্ডার জুল কুন্দে।।

অবশ্য প্রথমে জালের দেখা পেয়েছিল বেলগ্রেডই। চতুর্থ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়৷ তবে ১৩ মিনিটেই গোলের খাতা খুলে বার্সা। রাফিনিয়ার ফ্রি কি থেকে হেডে জালের দেখা পান ইনিগো মার্টিনেজ।

২০তম মিনিটে কর্নারে রাফিনিয়ার বাঁকানো শট লাগে পোস্টে। চার মিনিট পর ভালো আরো একটি সুযোগ পেয়ে উড়িয়ে মারেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ২৭তম মিনিটে সমতায় ফেরে বেলগ্রেড। গোলরক্ষককে পরাস্ত করেন কঙ্গোর ফরোয়ার্ড সিলাস।

৪৩তম মিনিটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট পোস্টে লাগলে ফিরতি বলে সুযোগ পেয়ে জালে পাঠান লেভানডফস্কি। তাতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একটা সুযোগ মিস করলেও আক্ষেপ বাড়তে দেননি লেভানডফস্কি। ৫৩ মিনিটে কুন্দের পাস ধরে নিজের দ্বিতীয় গোলটি করেন এই পোলিস তারকা। যা চ্যাম্পিয়নস লিগে তার ৯৯তম গোল।

দুই মিনিট পর স্কোরলাইন ৪-১ করে ফেলেন রাফিনিয়া। এই গোলেও সহায়তা করেন কুন্দে। তার ব্যাকপাস থেকে গোল করেন দারুণ খেলতে থাকা এই ব্রাজিলিয়ান। শেষ গোলটাতেও জড়ানো কুন্দের নাম। ৭৪তম মিনিটে কুন্দের পাস থেকে গোল করেন ফারমিন লোপেজ।

৫-১ গোলে পিছিয়ে যাবার পর ৮৪তম মিনিটে মিলসনের সৌজন্যে আরেকটি গোল শোধ করে বেলগ্রেড। তাতে ব্যবধান কমলেও খুব একটা লাভ হয়নি।

মোনাকোর কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বার্সেলোনা টানা তৃতীয় জয় তুলে পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে এসেছে। ৩৬ দলের মধ্যে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।

 


আরো সংবাদ



premium cement
ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন ছাতকে সরকারি নলকূপ আ’লীগ নেতাদের ঘরে

সকল