২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উড়ছে বার্সেলোনা

একটি গোল এসেছে রাফিনিয়ার পা থেকে - ছবি - ইন্টারনেট

দারুণ ছন্দে আছে বার্সেলোনা। যেন রীতিমতো উড়ছে কাতালান দলটা। প্রতিপক্ষকে প্রতি ম্যাচেই দুমড়েমুচড়ে দিচ্ছেন লেভানডফস্কি-ইয়ামালরা। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদও পারেনি যাদের সামনে বাধা হতে। পারেনি এসপানিওলও।

লা লিগায় রোববার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে জোড়া গোলে করেছেন দ্যানি ওলমো। বাকি গোলটি এসেছে রাফিনিয়ার পা থেকে।

বলা যায়, গোল উৎসব চলছে কাতালান ক্লাবটার। গত ২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ছয় ম্যাচের প্রতিটিতেই জয়ের পথে কমপক্ষে ৩ গোল করে দিয়েছে দলটা।

পুরো ম্যাচেই দারুণ ফুটবল উপহার দেয় বার্সেলোনা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় তারা। যার দু’টি আসে দ্যানি ওলমোর পা থেকে। ১২তম মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকে গোল করেন ওলমো।

অবশ্য প্রথম গোলের আগেই তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। সেই তিন সুযোগের দু’টি নষ্ট করেন ওলমো। মাঝে লামিনে ইয়ামালের ২০ গজ দূর থেকে নেয়া শট ঠেকিয়ে দেন এসপানিওল গোলকিপার গার্সিয়া।

২৩তম মিনিটে বার্সাকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা রাফিনিয়া। মার্ক কাসাদোর জোগান দেয়া বলে গোল করেন তিনি। এ মৌসুমে বার্সার জার্সিতে রাফিনিয়ার এটি ১১তম গোল।

তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়নি। ৩১ মিনিটে দারুণ এক ফিনিশে ব্যবধানটা ৩-০ করেন ওলমো। এই স্কোর নিয়েই বিরতিতে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য আর জালের দেখা পায়নি বার্সা। উল্টো এক গোল হজম করে লিগ লিডাররা। ৬৩তম মিনিটে এসপানিওলের হয়ে গোল করেন জাভি পুয়াডো। অবশ্য আরো দু’বার বল জালে জড়িয়েছিল তারা, তবে অফসাইডের ফাঁদে গোল আসেনি।

এই নিয়ে লিগে টানা চতুর্থ জয় এটি বার্সার। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না : শিবির সেক্রেটারি রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি : সেই তৌহিদ গ্রেফতার বিয়ের ৪ দিন পর লাশ হলেন নববধূ ৫৩ বছরে শোষণ-বঞ্চনার রাষ্ট্র পেয়েছি : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকলেই ন্যায় বিচার পাবেন : মোবারক হোসেন

সকল