২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উড়ছে বার্সেলোনা

একটি গোল এসেছে রাফিনিয়ার পা থেকে - ছবি - ইন্টারনেট

দারুণ ছন্দে আছে বার্সেলোনা। যেন রীতিমতো উড়ছে কাতালান দলটা। প্রতিপক্ষকে প্রতি ম্যাচেই দুমড়েমুচড়ে দিচ্ছেন লেভানডফস্কি-ইয়ামালরা। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদও পারেনি যাদের সামনে বাধা হতে। পারেনি এসপানিওলও।

লা লিগায় রোববার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে জোড়া গোলে করেছেন দ্যানি ওলমো। বাকি গোলটি এসেছে রাফিনিয়ার পা থেকে।

বলা যায়, গোল উৎসব চলছে কাতালান ক্লাবটার। গত ২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ছয় ম্যাচের প্রতিটিতেই জয়ের পথে কমপক্ষে ৩ গোল করে দিয়েছে দলটা।

পুরো ম্যাচেই দারুণ ফুটবল উপহার দেয় বার্সেলোনা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় তারা। যার দু’টি আসে দ্যানি ওলমোর পা থেকে। ১২তম মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকে গোল করেন ওলমো।

অবশ্য প্রথম গোলের আগেই তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। সেই তিন সুযোগের দু’টি নষ্ট করেন ওলমো। মাঝে লামিনে ইয়ামালের ২০ গজ দূর থেকে নেয়া শট ঠেকিয়ে দেন এসপানিওল গোলকিপার গার্সিয়া।

২৩তম মিনিটে বার্সাকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা রাফিনিয়া। মার্ক কাসাদোর জোগান দেয়া বলে গোল করেন তিনি। এ মৌসুমে বার্সার জার্সিতে রাফিনিয়ার এটি ১১তম গোল।

তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়নি। ৩১ মিনিটে দারুণ এক ফিনিশে ব্যবধানটা ৩-০ করেন ওলমো। এই স্কোর নিয়েই বিরতিতে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য আর জালের দেখা পায়নি বার্সা। উল্টো এক গোল হজম করে লিগ লিডাররা। ৬৩তম মিনিটে এসপানিওলের হয়ে গোল করেন জাভি পুয়াডো। অবশ্য আরো দু’বার বল জালে জড়িয়েছিল তারা, তবে অফসাইডের ফাঁদে গোল আসেনি।

এই নিয়ে লিগে টানা চতুর্থ জয় এটি বার্সার। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্কতা কমাল জাপান ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন

সকল