২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানের মেয়েদের জালে ৭ গোল দিয়েছেন সাবিনা খাতুন-তহুরা আক্তাররা।

রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধেই ভুটানের জালে ৫ গোল দিয়েছিল সাবিনা-তহুরারা। বিরতির পর সেই ব্যবধান আরো বাড়বে সেটাই ছিল অনুমেয়। হয়েছেও তাই।

খেলার ৭ মিনিটেই জালের দেখা পেয় যায় বাংলাদেশ। তহুরার পাস ধরে বাম পায়ের দারুণ শটে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা।

১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। পরের গোলটি আসে ২৬তম মিনিটে। সতীর্থ মনিকার আড়াআড়ি ক্রস থেকে ঠিকানা খুঁজে নেন সাবিনা খাতুন।

৩৫তম মিনিটে আবারো বাংলাদেশের গোল। এবার স্কোরকার্ডে দ্বিতীয়বার নাম লেখান তহুরা। প্রতিপক্ষের ডি বক্সের একটু ওপর থেকে শট নিয়ে স্কোরলাইন ৪-০ করেন তিনি। এর দুই মিনিট বাদে আরেকবার জালে বল পাঠিয়ে গোলের সংখ্যাটা পাঁচে নিয়ে যান সাবিনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৫৭ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। অনেকটা ফাকায় দাঁড়িয়ে ডি বক্সে ঢুকে বল জালে জড়ান তহুরা। পূরণ করেন হ্যাটট্রিক। এই গোলের পর মাঝে একাদশে বেশ কিছু পরিবর্তন আনা হয়। ৭১ মিনিটে গোল করেন মাসুরা পারভিন। সানজিদার নেয়া কর্নার কিক দারুণ হেডে জালে জড়ান এই রক্ষণভাগের ফুটবলার। এরপর আর গোল না হলে ৭-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। নিশ্চিত করে আসরের ফাইনাল।

বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ৩০ অক্টোবর।


আরো সংবাদ



premium cement
ট্রাম্প মনোনীত বিশেষ দূতের ইমরান খানের পক্ষের টুইট নিয়ে রাজনৈতিক জল্পনা ভারত ও চীনের সম্পর্কের বরফ এ বছর গলতে শুরু করেছে বে-টার্মিনালে দিনে ক্ষতি ১০ লাখ ডলার আরাফাতের জানাজায় আন্দোলনে আহত শিক্ষার্থীরা প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি : যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য হাসিনা এত পাপ করেছে যে পালানো ছাড়া পথ ছিল না : ফখরুল হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করছে সরকার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হলো না আরাফাতের ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ পূর্ণ শক্তি নিয়ে কাজে ফিরতে চায় পুলিশ শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা

সকল