২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানের মেয়েদের জালে ৭ গোল দিয়েছেন সাবিনা খাতুন-তহুরা আক্তাররা।

রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধেই ভুটানের জালে ৫ গোল দিয়েছিল সাবিনা-তহুরারা। বিরতির পর সেই ব্যবধান আরো বাড়বে সেটাই ছিল অনুমেয়। হয়েছেও তাই।

খেলার ৭ মিনিটেই জালের দেখা পেয় যায় বাংলাদেশ। তহুরার পাস ধরে বাম পায়ের দারুণ শটে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা।

১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। পরের গোলটি আসে ২৬তম মিনিটে। সতীর্থ মনিকার আড়াআড়ি ক্রস থেকে ঠিকানা খুঁজে নেন সাবিনা খাতুন।

৩৫তম মিনিটে আবারো বাংলাদেশের গোল। এবার স্কোরকার্ডে দ্বিতীয়বার নাম লেখান তহুরা। প্রতিপক্ষের ডি বক্সের একটু ওপর থেকে শট নিয়ে স্কোরলাইন ৪-০ করেন তিনি। এর দুই মিনিট বাদে আরেকবার জালে বল পাঠিয়ে গোলের সংখ্যাটা পাঁচে নিয়ে যান সাবিনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৫৭ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। অনেকটা ফাকায় দাঁড়িয়ে ডি বক্সে ঢুকে বল জালে জড়ান তহুরা। পূরণ করেন হ্যাটট্রিক। এই গোলের পর মাঝে একাদশে বেশ কিছু পরিবর্তন আনা হয়। ৭১ মিনিটে গোল করেন মাসুরা পারভিন। সানজিদার নেয়া কর্নার কিক দারুণ হেডে জালে জড়ান এই রক্ষণভাগের ফুটবলার। এরপর আর গোল না হলে ৭-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। নিশ্চিত করে আসরের ফাইনাল।

বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ৩০ অক্টোবর।


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না : শিবির সেক্রেটারি রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি : সেই তৌহিদ গ্রেফতার বিয়ের ৪ দিন পর লাশ হলেন নববধূ ৫৩ বছরে শোষণ-বঞ্চনার রাষ্ট্র পেয়েছি : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকলেই ন্যায় বিচার পাবেন : মোবারক হোসেন জয়সাওয়ালের রেকর্ড ছক্কার দিনে পার্থে দাপট ভারতের তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি

সকল