২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আর্জেন্টিনাকে হারিয়ে ‘হেক্সা’ জিতল ব্রাজিল

আর্জেন্টিনাকে হারিয়ে ‘হেক্সা’ জিতল ব্রাজিল - সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে হেক্সা এখনো অধরা ব্রাজিলের। অপেক্ষা বাড়তে বাড়তে পৌঁছেছে দুই যুগে। মাঝে পাঁচটা আসর গেলেও করা হয়নি শিরোপা উল্লাস। তবে ফুটসালে ঠিকই হেক্সা জিতে নিয়েছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়েই গড়েছে এমন কীর্তি।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে রোববার মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে আলবিসেলেস্তাদের ২-১ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে সেলেসাওরা।

ফিফার ফুটবল বিশ্বকাপে ২০০২ সালে পঞ্চম শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপর থেকে ষষ্ঠ শিরোপার জন্য অপেক্ষা করছে দলটা। তবে এখন পর্যন্ত তার ধারেকাছে যেতে পারছে না তারা। ফুটসালে এই অপেক্ষা কেটেছে অবশ্য এক যুগেই।

ব্রাজিল ফুটসালে শেষ শিরোপা জেতে ২০১২ সালে। এর আগে, ১৯৮৯ থেকে ১৯৯৬ সালের মধ্যে ফুটসাল বিশ্বকাপের প্রথম তিন আসরে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আর চতুর্থ শিরোপা জিতে ২০০৮ সালে।

ম্যাচের ৫ মিনিট ৪৭ সেকেন্ডে ব্রাজিলকে এগিয়ে দেন ফেরাও। আর ১২ মিনিট ৩৪ সেকেন্ডে ব্যবধান ২-০ করেন রাফা সান্তোস। ম্যাচের শেষ দিকে ৩৮ মিনিটে আর্জেন্টিনার রোহা একটি গোল পরিশোধ করলে ব্যবধান কমে আসে।

দুই অর্ধ মিলিয়ে ৪০ মিনিটের এই খেলায় আর কোনো গোল না হলে বিজয়ী হয় ব্রাজিল। সব মিলিয়ে ফিফা ফুটসাল বিশ্বকাপের ১০ আসরের মধ্যে ছ’বারই শিরোপা জিতল সেলেসাওরা।

শুধু দলীয় সাফল্যই নয়, টুর্নামেন্টে ব্যক্তিগত সাফল্যেই ব্রাজিলিয়ানরাও এগিয়ে। শীর্ষ তিন ব্যক্তিগত পুরস্কারের সবগুলোই উঠেছেন ব্রাজিলিয়ানদের হাতে।

টুর্নামেন্ট সেরা গোলকিপারের পুরস্কার জিতেন উইলিয়ান। সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন উইঙ্গার মার্সেল। আর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল উঠেছে দিয়েগোর হাতে।


আরো সংবাদ



premium cement