মনিপুরে ভয়াবহ সঙ্ঘাত
নিহত ৬ : বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন ব্যবহার- নয়া দিগন্ত ডেস্ক
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০, আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৫
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় নতুন করে দফায় দফায় ভয়াবহ জাতিগত হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ দুই জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সঙ্ঘাতের সময় আকাশে একের পর এক ড্রোন উড়তে দেখে আতঙ্কিত বাসিন্দারা ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হন বলে জানিয়েছেন। জিরিবামে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ দিকে নতুন করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ায় পদত্যাগ করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং।
সংবাদমাধ্যমে বলা হয়, কুকি বিদ্রোহীরা রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ২২৯ কিলোমিটার দূরে জেলার নুংচাপ্পি গ্রামে আক্রমণ করে ইউরেম্বাম কুলেন্দ্র সিংহ নামে ৬৩ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করে। মনিপুরের মইরাং শহরে কুকি বিদ্রোহীদের রকেটচালিত বোমা হামলায় উপত্যকা- প্রধান মেইতেই সম্প্রদায়ের একজন বয়স্ক ব্যক্তি প্রার্থনাকালে নিহত হওয়ার এক দিন পর এই হামলাটি ঘটে। মেইতি সম্প্রদায়ের সশস্ত্র দল এবং পাহাড়-অধ্যুষিত কুকি উপজাতিদের মধ্যে বন্দুকযুদ্ধে গতকাল অন্য পাঁচজন নিহত হয়েছে বলে সূত্র জানিয়েছে।
ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) স্থানীয় কর্মকর্তারা বলেছেন, গত শুক্রবার রাতে মনিপুরের বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখতে পান বাসিন্দারা। এ সময় তাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এই দুই জেলার বাসিন্দারা ঘটনার সময় তাদের বাড়িঘরের লাইট বন্ধ করে দেন। ভয়ে কেউ-ই বাড়ির বাইরে বের হতে পারেননি রাতে। ইম্ফল পশ্চিম জেলার আশপাশের দু’টি স্থানে ড্রোন থেকে বোমা ফেলে সেখানকার বিদ্রোহীরা। এই ঘটনার পর বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে অনেক ড্রোন উড়তে দেখেছেন বাসিন্দারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, শনিবার মনিপুরের জিরিবাম জেলায় ঘুমন্ত এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। ওই চারজনই সশস্ত্র ছিলেন।
মনিপুরের সরকারি এক কর্মকর্তা বলেছেন, নতুন করে দেখা দেয়া সঙ্ঘাতপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা উচ্চ সতর্কাবস্থায় রয়েছেন। তারা বেশিসংখ্যক মানুষের একসাথে চলাচলে বিধি-নিষেধ আরোপের পাশাপাশি পর্যবেক্ষণ করছেন। বিষ্ণুপুর জেলার একাধিক এলাকায় আকাশে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। গুলির এই ঘটনা জনসাধারণের মধ্যে চরম আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। তবে নিরাপত্তাবাহিনী নাকি অন্যরা গুলি চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। এর আগে, শুক্রবার মনিপুরের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কোইরেংয়ের বাসভবনে রকেট হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে একজন নিহত ও ছয়জন আহত হন। এ দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাশের চুরাচাঁদপুর জেলায় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত তিনটি বাংকার ধ্বংস করেছে।
মনিপুর পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিষ্ণুপুর জেলার দু’টি স্থানে বেসামরিকদের লক্ষ্য করে দূরপাল্লার রকেট নিক্ষেপ করেছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে বয়স্ক এক নাগরিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। পুলিশ বলছে, রাজ্যের চলমান সঙ্ঘাতে সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে টহল দেয়া হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ-পর্যায়ের জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
তবে মনিপুরে প্রথম ড্রোন হামলা চালানো হয়েছে গত ১ সেপ্টেম্বর। ওই দিন ইম্ফল পশ্চিম জেলার কৌত্রুক গ্রামের কাছে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। সেদিন ড্রোন থেকে বোমা হামলার পাশাপাশি গ্রামে বন্দুক হামলাও চালানো হয়। এতে অন্তত দু’জন নিহত ও ৯ জন আহত হন।
গত বছরের মে মাসে মনিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকি-জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় দুই শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর রাজ্যজুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সঙ্ঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
শুক্রবার সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায়ের লোকজন ইম্ফল উপত্যকার পাঁচটি জেলায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করে। রাজ্যের হাজার হাজার মানুষ এই প্রতিবাদ-সমাবেশে অংশ নেন। সেদিনই ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। নতুন করে সঙ্ঘাত শুরু হওয়ায় মনিপুর সরকার রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি রাজ্যজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
জিরিবামে মেইতি ও হামার নেতারা গত মাসে নিরাপত্তা বাহিনীর কমান্ডারদের সাথে শান্তি আলোচনার জন্য মিলিত হয়েছিল। তারা শান্তির জন্য কাজ করতে সম্মত হয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে। চুরাচাঁদপুরভিত্তিক কুকি গোষ্ঠীগুলো শান্তি আলোচনায় আপত্তি জানিয়ে অভিযোগ করেছিল যে শান্তি আলোচনাকারী দলগুলো তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করে না এবং শুধু মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জন্য তারা মিলিত হয়েছিল। যদিও হামার ইনপুই ঘোষণা করেছে যে এটি শান্তি উদ্যোগকে তারা স্বীকৃতি দেবে না এবং যারা বৈঠকে অংশ নিয়েছিল তাদের স্বার্থপর প্রচেষ্টা বন্ধ করার জন্য সতর্ক করেছিল।
পুলিশ বলেছে, একটি ড্রোন বিরোধীব্যবস্থা মোতায়েন করা হয়েছে, সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা ইম্ফল পশ্চিম জেলার গ্রামগুলোতে অস্ত্রধারী ড্রোন দিয়ে আক্রমণ করার প্রায় এক সপ্তাহ পরে প্রথমবার সন্দেহভাজন বিদ্রোহীরা ভারতীয় মাটিতে ড্রোন হামলা ব্যবহার করেছিল। পুলিশ জানিয়েছে যে বহুমুখী পদ্ধতিতে সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো মাটিতে নজর রাখছে। এ সময় পাহাড় ও উপত্যকা উভয়ের ‘সন্দেহজনক এলাকায়’ চিরুনি অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী পাদদেশে বেশ কয়েকটি বাংকার ধ্বংস করেছে বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায়, ভিড় রাজ্যের রাজধানী ইম্ফলের দ্বিতীয় এবং সপ্তম মনিপুর রাইফেলস ক্যাম্প থেকে অস্ত্র লুট করার চেষ্টা করেছিল; কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের তা করতে বাধা দেয়, যারা ফাঁকা রাউন্ড এবং টিয়ার গ্যাস ছুড়েছিল । ভিড়ের কিছু লোকের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
জরুরি অবস্থা জারি : ভয়াবহ সহিংসতার পর জিরিবামে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জিরিবামের বিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছেন, জরুরি অবস্থা চলাকালীন একসাথে পাঁচজন বা তারও বেশি মানুষ জড়ো হতে পারবেন না এবং সাথে কেউ অস্ত্র বহন করতে পারবেন না। এ ছাড়া অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না বলেও নির্দেশনা দেয়া হয়েছে। যেসব অস্ত্র বহন করা যাবে না তার মধ্যে রয়েছে পিস্তল, তলোয়ার, লাঠি, পাথর এবং যেকোনো ধারাল বস্তু। এমনকি বিয়ে অনুষ্ঠান ও লাশের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের ক্ষেত্রেও বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং পুলিশের এসপির কাছ থেকে অনুমতি নিতে হবে। সরকারি অনুমতি ছাড়া এ ধরনের কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা