আ’লীগের কিছু নেতা মাঠে থাকলেও কর্মী হাতেগোনা
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ আগস্ট ২০২৪, ০৩:৩০, আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ০৯:১৯
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ নেতারা মাঠে নামলেও কর্মী খুঁজে পাচ্ছেন না তারা। নেতারা বিভিন্ন স্থানে অবস্থান নিলেও কর্মিসংখ্যা একেবারেই হাতেগোনা। এ দিকে গতকালও অনেকে দেশ ছেড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যদিও আজ সারা দেশে জমায়েত ও সোমবার শোক মিছিলের ডাক দিয়েছে ক্ষমতাসীন দলটি।
শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন এখন দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনে রূপ নিয়েছে। এই আন্দোলন ঠেকাতে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল চেয়ারে বসে অবস্থান নেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। একই দিন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ অবস্থান নেয় দলীয় কার্যালয়ের সামনে।
এতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদসহ আরো অনেকে। তবে কাক্সিক্ষত অনেক নেতাকেই গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দেখা যায়নি। যারা প্রায়ই দলীয় কার্যালয়ে যাতায়াত করেন তাদেরও অনেকে গতকাল হাজির হননি। শুধু উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আইন সম্পাদক জগলুর কবির, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ মাত্র কয়েকজন। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে উপস্থিত হতে দেখা যায়নি।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৫ থেকে ৩০ জন নেতা জড়ো হন। পরে বেলা বাড়ার সাথে সাথে নগর আওয়ামী লীগের সবমিলিয়ে শতাধিক নেতাকর্মী কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেন। তবে সেখানে কর্মীদের সংখ্যা ছিল একেবারেই হাতেগোনা, যা হতাশাজনক বলে মন্তব্য করেছেন অনেকে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে নাশকতা ও নৈরাজ্যে ঠেকাতে এবং জনগণের জানমাল রক্ষায় আমরা সতর্ক অবস্থান নিয়েছি। তাদের দাবি, ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে ষড়যন্ত্রকারীরা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। জনগণের জানমাল রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি।
রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ী ও ডেমরার স্টাফ কোয়ার্টারে পাহারা বসিয়ে কর্মসূচি পালন করছে থানা-ওয়ার্ডের নেতারা। ঢাকা-৫ আসনের এমপি আলহাজ মশিউর রহমান মোল্লা সজল বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। এই ছাত্ররা আমাদেরই কারো-না-কারো সন্তান। তাদের বুঝিয়ে আমরা সুন্দর-সুস্থভাবে ঘরে পাঠাতে চাই। তিনি বলেন, ইতোমধ্যে যাত্রাবাড়ী-ডেমরা থানাধীন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন, কোমলমতি শিক্ষার্থীদের ঘরে ফেরাবেন।
ওয়ারী থানার ৩৮ নম্বর ওয়ার্ডের জয়কালি মন্দিরের পাশে (হোটেল সুপার) সড়কের মোড়ে অবস্থান নিয়েছেন থানা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন। এ থানার প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে ৫০ থেকে ৬০ জন চেয়ার পেতে বসে অবস্থান করতে দেখা গেছে। ওয়ারী থানা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের নামে যেভাবে রাষ্ট্রীয় সম্পদ ধবংস ও জনগণের ক্ষতি করছেন, এটা কারো কাম্য নয়। এ জন্যই কেন্দ্রের নির্দেশনায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও জনগণের জানমাল রক্ষায় আমরা মাঠে আছি। ক্ষমতাসীন দলের নেতাকর্মী হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে নেতাকর্মীরা মাঠে থাকবেন।
এ ছাড়া রাজধানীর জিগাতলায় মিছিল করেছে যুব মহিলা লীগ। শনিবার বেলা ১টার দিকে যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে এ মিছিল হয়। এ দিন সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে কার্যালয়ের সামনের সড়ক থেকে জিগাতলার মূল সড়কে বেশ কয়েকবার ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আজ সারা দেশে জমায়েত, কাল শোক মিছিল : চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই আজ রোববার রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
এ ছাড়া সোমবার বেলা ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি। ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত করবে তারা। আর ৫ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা