০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৬

-

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পৃথক দু’টি স্থানে অজ্ঞাত পরিচয়ের পাঁচ যুবকসহ ছয়জন নিহত হয়েছে। সোমবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের মেথিকান্দা রেলস্টেশন এলাকার পশ্চিম পাশে খাকচক এলাকায় পাঁচ যুবক এবং একই উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পূর্ব পাশে শ্রীরামপুর রেলগেট এলাকায় একজনের মৃত্যু হয়। 
ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচ যুবকের এখন পর্যন্ত কারো পরিচয় পাওয়া যায়নি। কাটা পড়াদের মধ্যে চারজনের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর আর একজনের বয়স ৩০ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ছিন্নবিচ্ছিন্ন হয়ে রেললাইনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাশগুলো উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশের ধারণা, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভোরের দিকে কোনো এক ট্রেনের ছাদ অথবা দুই বগির সংযোগস্থল থেকে পড়ে পাঁচ যুবক কাটা পড়ে মারা গেছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মেথিকান্দা রেলস্টেশনের পশ্চিম পাশে রেললাইনের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পাঁচজনের লাশ দেখতে পাই। পরে স্থানীয়দের কেউ তাদের চিহ্নিত করতে পারেনি।
ঘটনার বিষয়ে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পিবিআই। সব বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত করছি। আমরা ধারণা করছি আসলে ট্রেনে কাটা পড়ে পাঁচজন লোক মারা গেছে, কিভাবে মারা গেছে- ট্রেনের ছাদ থেকে পড়ে নাকি লাইনে দাঁড়িয়ে ছিল নাকি দুই বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসে ছিল- এ সবকিছুই আমরা মাথায় রেখে তদন্তকাজ চালিয়ে যাচ্ছি। 


পিবিআই নরসিংদীর পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, তাদের পোশাকপরিচ্ছদ দেখে মনে হচ্ছে তারা প্রান্তিক পর্যায়ের মানুষ। তাদের পেশা কী সেটি পরিচয় শনাক্ত করার পর বলা যাবে। তাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। তবে কারোরই ফিঙ্গাপ্রিন্ট মেচ করেনি, ধারণা করা হচ্ছে তাদের কারোরই জাতীয় পরিচয়পত্র নেই। তাই তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। 
অপর দিকে একই দিন বেলা ১১ টা ৪০ মিনিটে নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের একজনের মৃত্যু হয়েছে। 
প্রত্যদর্শীরা জানান, রায়পুরার শ্রীরামপুর রেলগেট এলাকায় এক ব্যক্তি রেললাইনের উপর উঠে শুয়ে পড়েন। ওই সময় ঢাকা আগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। চেহারা বিকৃত হওয়ায় নিহত ওই ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারেনি। তার আনুমানিক বয়স ৩০ বছর। খবর পেয়ে লাশ উদ্ধারে কাজ করছে নরসিংদী রেলওয়ে পুলিশ।
এ দিকে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও মৃতদের পরিচয় না পাওয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে ঘটনাটি ঘিরে। জনমনে প্রশ্ন, এটি কি ট্রেনে কাটা পড়ে মৃত্যু? নাকি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড? 
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন, ভৈরব রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলীম এবং পিবিআইয়ের সদস্যরা।
পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘আসল ঘটনা স্পষ্ট নয় এখনো। কিভাবে ঘটনা ঘটেছে তা এখনো আমরা নিশ্চিত নই। তবে, লাশগুলো ট্রেনে কাটা প্রাথমিকভাবে সেটি নিশ্চিত; কিন্তু এর আগে কোনো কিছু ঘটেছে কি না সেটি তদন্ত শেষে বলা যাবে। পিবিআইও এটি নিয়ে কাজ করছে।’

 

 


আরো সংবাদ



premium cement
পেকুয়ায় চিংড়ি ঘেরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব ভারতে রাসূল সা:-কে নিয়ে কটূক্তিকারী পুরোহিত আটক ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম চলতি মাসে প্রথম ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার খাগড়াছড়িতে সঙ্ঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ অক্টোবরের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার মিরাজে মান বাঁচালো বাংলাদেশ, পায়নি লড়াইয়ের পুঁজি যুক্তরাষ্ট্রে ফের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

সকল