১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাতে শিক্ষার্থীদের অবস্থান

কোটাবিরোধীকে হল ছাড়ার নির্দেশ ছাত্রলীগের

-

কোটা আন্দোলনের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও অমর একুশে হলের ছাত্র সংসদের সাবেক সদস্য সারজিস আলমকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে; এদিকে এ খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে অমর একুশে হলের সামনে রাস্তা আটকে অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, সারজিস আলমকে যারা হল থেকে বের করে দিয়েছে তাদের সবাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী। ঘটনার ব্যাপারে সারজিস আলমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমাকে হল ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীরা এসে বলেছে কোটা আন্দোলনে থাকলে আমাকে হল থেকে বেরিয়ে যেতে হবে। আমি কোনো কথা না বাড়িয়ে ব্যাগ গুছিয়ে হল থেকে চলে যাচ্ছিলাম। ততক্ষণে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। পরবর্তীতে, অমর একুশে হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা আমাকে হলে ওঠার দাবি নিয়ে পথ আটকে বিক্ষোভ করে। পরে আমি প্রভোস্ট স্যারকে ফোন করে বিষয়টি জানাই। তিনি আমাকে হলে থাকার অনুমতি দেন।

কারা হল থেকে বের হওয়ার নির্দেশ দিয়েছেন তাদের নাম জিজ্ঞাসা করলে তিনি বলেন, এ ব্যাপারে আমি চাই না আর ঝামেলা হোক। যারা এ কথা বলেছিল সেসব নেতাকর্মী আমার কাছে মাফ চেয়েছেন। তারা কৃতিত্ব লাভের জন্যই এমনটা করেছেন। এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনকে কল করলেও তিনি রিসিভ করেননি।
ঘটনাটি সম্পর্কে হল প্রভোস্ট অধ্যাপক ইশতিয়াক আহম্মেদ বলেন, একটা মিস ইনফরমেশনের কারণে শিক্ষার্থীরা জড়ো হয়েছিল। আমি সারজিসকে রুমে তুলে দিয়ে আসছি। সে এখন রুমে আছে। এর আগে, বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে যেতে বাধা দেয় ছাত্রলীগের হল শাখার নেতাকর্মীরা। এ সময় হলের গেটে তালা দিয়ে তারা শিক্ষার্থীদের আটকে রাখে । পরে শিক্ষার্থীরা তালা ভেঙে বেরিয়ে এসে আন্দোলনে যোগ দেন।


আরো সংবাদ



premium cement
আমাদের সংবিধান ও পার্বত্য শান্তিচুক্তি চব্বিশের নতুন বাংলাদেশে বিজয় দিবস বাংলাদেশের ধর্মীয় শিক্ষার গুরুত্ব চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক বীর মুক্তিযোদ্ধারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে : অ্যাডভোকেট জুবায়ের ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন! স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

সকল