বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
- ঠাকুরগাঁও প্রতিনিধি ও বালিয়াডাঙ্গী সংবাদদাতা
- ০৬ জুলাই ২০২৪, ০০:০০
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ওপারের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রাজু মিয়া (২০) নামে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দীন আহম্মেদ ‘নয়া দিগন্তকে’ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রাজু মিঞা উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবির রহমানের ছেলে।
ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দীন আহাম্মেদ বলেন, রাজু মিঞা। গতকাল শুক্রবার (৫ জুলাই) ভোর রাতে ভারত থেকে চোরাইপথে গরু আনতে নাগরভিটা সীমান্ত এলাকায় যান। সে সময় গুলিবিদ্ধ হন তিনি। রাজু মিঞার লাশ বিএসএফের তিনগাঁও ক্যাম্পে রয়েছে বলে শুনেছি।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, রাজু মিঞা ভারত থেকে গরু আনতে নাগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস পিলারের ভারতের ১০০ গজ অভ্যন্তরে এলাকায় যান। সেই সময় তিনগাঁও ক্যাম্পের বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে বাংলাদেশীর ওপর গুলি ছোঁড়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে যা যা করা দরকার, সেটি করা হয়। নিহতের লাশ ফেরতের জন্য পতাকা বৈঠকের মাধ্যমে আমরা তাদের (বিএসএফ) আহ্বান জানিয়েছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা