নোয়াখালীতে মাদরাসা অধ্যক্ষকে গুলি
- নোয়াখালী অফিস
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
নোয়াখালীর বেগমগঞ্জে এক মাদরাসা অধ্যক্ষকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত বুধবার রাত সাড়ে ১১টায় বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের ইন্টার ম্যাক্স গার্মেন্টের সামনে এ ঘটনা ঘটে ।
জানা গেছে, জেলার সোনাইমুড়ী উপজেলার বাইপাস সড়কের পাশে মারকাজুল ইন্টান্যাশনাল মাদরাসার অধ্যক্ষ ও চাঁদপুর জেলার কচুয়া থানার হোসেনপুর গ্রামের আশিক আলী তালুকদারের ছেলে আমির হামজা (৪০) মোটরসাইকেলে বেগমগঞ্জ থেকে সোনাইমুড়ী যাচ্ছিলেন। এ সময় উপজেলার মিরওয়ারীশপুর ইউনিয়নের মিরআলীপুর গ্রামের হাজী দুলা মিয়ার বাড়ির দক্ষিণে দু’টি মোটরসাইকেলে হেলমেট বাহিনীর সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতি রোধ করে। পরে হামজাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে সন্ত্রাসীরা তাকে পথে ফেলে চলে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা