অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে ভারত
- ক্রীড়া প্রতিবেদক
- ২৫ জুন ২০২৪, ০১:০৪
ভারত জিতলেই নিশ্চিত সেমিফাইনালে। আর অস্ট্রেলিয়া জয় পেলে মেলাতে হবে অনেক সমীকরণ। টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে এই হিসাব মেলাতেই গতকাল সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যারেন সামি স্টেডিয়ামে খেলতে নামে দুই দল। জিতলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠবে রোহিত শর্মার দল। সে ক্ষেত্রে গ্রুপের বাকি দল আফগানিস্তান ও বাংলাদেশ সেমিতে খেলার থাকবে সম্ভাবনা। নেট রান রেটে নির্ধারিত হবে গ্রুপের দ্বিতীয় দল। যা আজ ভোরেই নির্ধারিত হওয়ার কথা। বাংলাদেশ ৬০ রানের ব্যবধানে জিতলে নাজমুল হোসেন শান্তরা চলে যাবেন সেমিতে। আর আফগানরা জিতলে বিদায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়েছে ভারত। ভারতীয়দের ৫ উইকেটে ২০৫ রানের জবাবে অসিদের ইনিংস শেষ হয় ১৮১ রানে। হারায় ৭ উইকেট। ফলে আফগানিস্তানের পর ভারতের কাছেও হারতে হলো সাবেক টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।
জটিল সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ব্যাটিংয়ে নেমে ভারত দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উইকেট হারায়। হ্যাজেলউডের বলে টিম ডেভিডকে ক্যাচ দিয়ে ৫ বলে শূন্য রানে ফেরেন বিরাট কোহলি। ৬ রানে প্রথম উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ভারত। শুরু হয় রোহিত-ঝড়। উইকেটের চারপাশে শুরু হয় চার-ছক্কার ফুলঝড়ি। ১৯ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। এরপর ৪১ বলে খেলেন ৯২ রানের ঝড়ো ইনিংস। যার মধ্যে ছিল ৮টি ছক্কা ও ৭টি চার। এরপর সেই ঝড় অব্যাহত রাখেন সূর্যকুমার যাদব ১৬ বলে ৩১, শিভাম দুবে ২২ বলে ২৮ এবং হার্ডিক পান্ডিয়া ১৭ বলে ২৭ রান তুলে। ফলে ২০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২০৫ রান। তাদের দ্বিতীয় উইকেটের পতন ৯৩ রানে। স্টয়নিসের বলে ১৫ রান করা ঋষভ পন্তের ক্যাচ নেন হ্যাজেলউড। স্টয়নিসের অপর উইকেট শিভাম দুবেকে আউট করে। ৫৬ রানে তার এই দুই শিকার। ৪ ওভারে ৪৫ রান দেয়া মিচেল স্টার্ক আউট করেন রোহিত শর্মা এবং সূর্যকুমারকে।
জবাবে অস্ট্রেলিয়া শুরুতেই আর্শ্বদীপ সিংহের বলে ডেভিড ওয়ার্নার কুলদীপ যাদবের হাতে ক্যাচ দেন। তবে এরপরেই এই আর্শ্বদ্বীপ নিজের বলে ফেলে দেন মিচেল মার্শের ক্যাচ। মার্শ তখন ৫ রানে ব্যাট করছিলেন। দলের স্কোর ১২। এই মার্শ এই সুযোগ নিয়ে ২৮ বলে ৩৭ করে আউট হন যাদবের বলে। বাউন্ডারি লাইনে অসাধারণ দক্ষতায় এক হাতে তার ক্যাচ নেন অক্ষর প্যাটেল। ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে একাই জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন ট্রাভিস হেড। ৪৩ বলে ৭৬ রান করেন তিনি। তার এই ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। শেষ পর্যন্ত তাকে থামান জশপ্রীত বুমরাহ। ক্যাচ নেন রোহিত শর্মা। ১৬.৩ ওভারে দলের ১৫০ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তখন ৫ম উইকেটের পতন। এর আগে গ্লেন ম্যাক্সওয়েল ( ১২ বলে ২০) ও স্টয়নিসকে ( ৪ বলে ২) আউট করেন যথাক্রমে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল।
এরপর আর লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া। ১৮তম ওভারে আর্শ্বদ্বীপ সিং প্রথম বলে ভয়ঙ্কর হয়ে ওঠা টিম ডেভিড ১১ বলে ১৫ এবং ৫ম বলে ম্যাথু ওয়েডকে (১) আউট করলে জয়ের আশা জাগে ভারতের। যার সমাপ্তি হয় হার্ডিক পান্ডিয়ার শেষ ওভারে। আর্শ্বদ্বীপ ৩৭ রানে ৩ উইকেট নেন। ১৬৬ রানে ৭ম উইকেটের পতনের পর শেষ ওভারে ২৯ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। হার্ডিক পান্ডিয়ার এই ওভারে চার রান তুলতে সক্ষম হন প্যাট কামিন্স ও মিচেল স্টার্করা। এতেই টানা দ্বিতীয় হার তাসমান সাগর পাড়ের দলটির।
ম্যাচ সেরা হন রোহিত শর্মা।