১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রোহিত ঝড়ে এগিয়ে চলছে ভারত

-

ভারত জিতলেই নিশ্চিত সেমিফাইনালে। আর অস্ট্রেলিয়া জয় পেলে মেলাতে হবে অনেক সমীকরণ। টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে এই হিসাব মেলাতেই আজ মাঠে নামে দুই দল। জিতলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠবে রোহিত শর্মার দল। সে ক্ষেত্রে গ্রুপের বাকি দল আফগানিস্তান ও বাংলাদেশ সেমিতে খেলার সম্ভাবনা থাকবে। নেট রান রেটে নির্ধারিত হবে গ্রুপের দ্বিতীয় দল।
যদিও বাংলাদেশ এখন পর্যন্ত সুপার এইটে কোনো পয়েন্ট পায়নি। আজ সকালে শেষ ম্যাচে আফগানদের মোকাবেলা করবে টাইগাররা। সেই ম্যাচ যদি নাজমুল হোসেন শান্তরা জয়ী হয়, তখন আসবে তিন দলের রান রেটের হিসাব। রান রেটে ভালো অবস্থানেই অস্ট্রেলিয়া। যদি তারা ভারতের কাছে হেরে যায়, যত কম ব্যবধানে হারবে, অন্য দুই দলের কাজ ততই কঠিন হবে। আফগানিস্তান যদি বাংলাদেশের কাছে এক রানে হারে, তাহলে আফগানদের চেয়ে রান রেটে পিছিয়ে পড়তে অস্ট্রেলিয়াকে হারতে হবে ৩১ রানে। আর যদি বাংলাদেশ জয় পায়, সে ক্ষেত্রে আফগানিস্তানের চেয়ে রান রেটে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে জিততে হবে ৩১ রানে।

এমন জটিল সমীকরণের ম্যাচে গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যারেন সামি স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ভারত দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উইকেট হারায়। হ্যাজেলউডের বলে টিম ডেভিডকে ক্যাচ দিয়ে ৫ বলে শূন্য রানে ফেরেন বিরাট কোহলি। ৬ রানে প্রথম উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ভারত। শুরু হয় রোহিত-ঝড়। উইকেটের চারপাশে শুরু হয় চার-ছক্কার ফুলঝুরি। ১৯ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। ভারতের দ্বিতীয় উইকেটের পতন ৯৩ রানে। স্টয়নিসের বলে ১৫ রান করা ঋষভ পন্তের ক্যাচ নেন হ্যাজেলউড।
৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে দলীয় সেঞ্চুরি পূর্ণ করে ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেটে ভারতের সংগ্রহ ১১৪ রান। উইকেট ছিলেন ঝড় তোলা রোহিত ৩৭ বলে ৮৯ ও ৪ বলে ৭ রান নিয়ে সূর্যকুমার যাদব। একটি করে উইকেট নেন হ্যাজেলউড ও স্টয়নিস।


আরো সংবাদ



premium cement
ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২

সকল