১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় জোড়া খুনের আসামি আ’লীগনেতা টিপু অধরা

সন্ধান মেলেনি পিস্তলের
-


বগুড়ায় ঈদের রাতে জোড়া খুনের ২ নম্বর আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ সার্জিল আহমেদ টিপু এখনো গ্রেফতার হয়নি। তবে প্রধান আসামি, টিপুর বড় ভাই জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ গ্রেফতার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: শাহীনুজ্জামান আদালতে প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত রিমান্ড আবেদনের শুনানি না করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন- মো: শেখ সৌরভ, মো: নাইম হোসেন ও ছাত্রলীগ নেতা মো: আজরিন রিফাত। বগুড়া সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা ২৪ জুন রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেছেন।

এদিকে হত্যাকাণ্ডের পরের দিন সকালে পিস্তলের ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার হলেও ব্যবহৃত পিস্তল উদ্ধার হয়নি। সেই অস্ত্র বৈধ না অবৈধ তাও বলতে পারছে না পুলিশ। অপরদিকে আওয়ামী লীগ নেতা টিপু গ্রেফতার এড়াতে ইতোমধ্যে দেশের বাইরে চলে গেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
টিপু প্রায় ২০ বছর আছে আরেকটি জোড়া খুনের আসামি হলেও বাদিকে ম্যানেজ করে খালাস পান বলে জানা গেছে। এ ছাড়া গত ১০ বছর আগে আওয়ামী লীগে যোগ দিয়ে টিপু পৌর কাউন্সিলর ও জেলা পরিষদ সদস্য হয়ে বিপুল সম্পদের মালিক হয়ে তিনি ধরাকে সরা জ্ঞান করেন না বলেও অভিযোগ রয়েছে। সেই সাথে তার বাধ্য না হওয়া একাধিক ব্যক্তিকে মাথায় পিস্তল ঠেকিয়ে মাথার খুলি উড়িয়ে দেয়ারও অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার ছায়াতলে থাকায় প্রশাসনও তাকে স্পর্শ করে না। সর্বশেষ শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পূর্ব পাশে প্রায় ২০ শতক কোটি কোটি টাকার জমিতে জেলা পরিষদের সাইনবোর্ড টাঙিয়ে মার্কেট নির্মাণ করে কয়েক কোটি টাকা পকেটে তুলেছেন বলেও অভিযোগ রয়েছে।

গত ঈদুল আজহার দিন গভীর রাতে শহরের নিশিন্দারা চরকপাড়া এলাকায় মো: রুমন শেখ ও নোমান আহম্মেদ নামে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত শরিফের মা মোছা: হেনা বেগম। মামলার এজাহারে বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য সৈয়দ সার্জিল আহম্মেদ (টিপু), তার ভাই ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ (মিঠু) এবং বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মো: মেহেদী হাসান হিমুসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, যাতায়াতের পথ বন্ধ করে সড়কে প্রাইভেট কার দাঁড় করানো নিয়ে আওয়ামী লীগ নেতার সাথে বিতণ্ডার জেরে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় দুই তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: শাহীনুজ্জামান জানান, আদালতে গ্রেফতার প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত রিমান্ড আবেদনের শুনানি না করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা : টঙ্গিবাড়ীতে আ’লীগ নেতা গ্রেফতার ফেনীতে ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ

সকল