১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রধানমন্ত্রী দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন

-


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল শুক্রবার দিল্লি যাচ্ছেন। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা গত ৮ জুন দিল্লি গিয়েছিলেন। এর দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তিনি দ্বিপক্ষীয় সফরে ফের ভারত যাচ্ছেন। টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এটি বিদেশে শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে।
দিল্লিতে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, উপ-আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, কানেকটিভিটি, অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। বিশেষ করে মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন সশস্ত্র গ্রুপের সাথে দেশটির নিরাপত্তা বাহিনীর চলমান সঙ্ঘাত ও বাংলাদেশসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোতে তার প্রভাবের বিষয়টি গুরুত্ব পেতে পারে। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভূ-রাজনীতি এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতার বিষয়টি আলোচনায় আসতে পারে।
প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে। এর মধ্যে বিদ্যমান কয়েকটি চুক্তির মেয়াদ শেষে নবায়ন হতে পারে। নতুন চুক্তি ও এমওইউ’র মধ্যে ভারতের অর্থায়নে বাংলাদেশের বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে গতি আনতে নতুন রূপরেখা চুক্তি, বাংলাদেশে যেকোনো পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য এমওইউ সইয়ের মতো কিছু বিষয় বিবেচনায় রয়েছে।

কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। বিকালে দিল্লির পালাম বিমানবন্দরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমানসহ ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সন্ধ্যায় হোটেল তাজ প্যালেসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোরকোর্টস্থ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এরপর তিনি রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ। দুপুরে হায়দরাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। দুই নেতা প্রথমে একান্তে ও পরবর্তী সময়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এরপর চুক্তি এবং এমওইউগুলো সই হবে। এরপর শেখ হাসিনা তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উপ-রাষ্ট্রপতি জয়দীপ ধানখারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় সাক্ষাৎ করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে। এরপর ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ছেড়ে যাবে। তিনি রাত ৯টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।


আরো সংবাদ



premium cement
মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

সকল