১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বিশ্বব্যাংকের জলবায়ু প্রতিবেদন

উচ্চ মধ্য আয়ের রূপকল্প অর্জনে বাংলাদেশের সবুজ প্রবৃদ্ধি জরুরি

-

আগামী ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্য-আয়ের দেশের রূপকল্প অর্জনের জন্য বাংলাদেশের সবুজ প্রবৃদ্ধি প্রয়োজন। সবুজ প্রবৃদ্ধি পরিবেশগত সম্মতি, সুবিধা এবং সুরক্ষার সাথে অর্থনৈতিক সমৃদ্ধির ভারসাম্য বজায় রেখে প্রবৃদ্ধির একটি শক্তিশালী এবং টেকসই চালক হতে পারে। প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ, নিয়ন্ত্রক সংস্কার, জলবায়ু প্রতিক্রিয়াশীল সরকারি ও বেসরকারি অর্থায়ন এবং নীতিকাঠামো সক্ষম করার মাধ্যমে সবুজ প্রবৃদ্ধি অর্জন করা যেতে পারে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘ফ্রেমওয়ার্ক ফর ইমপ্লিমেন্টিং গ্রিন গ্রোথ ইন বাংলাদেশ-২০২৩’ শীর্ষক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বিবৃতিতে বিশ্বব্যাংকের ভুটান ও বাংলাদেশের জন্য কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, বৈশ্বিক অভিজ্ঞতা দেখায় যে, পরিবেশের ক্ষতি করে এমন প্রবৃদ্ধি টিকিয়ে রাখা যায় না। অন্য দিকে সবুজ প্রবৃদ্ধি আমাদের পরিবেশকে রক্ষা করার পাশাপাশি দারিদ্র্য কমানোর একটি শক্তিশালী এবং কার্যকর উপায় হতে পারে, যা মূলত বৃদ্ধির জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করে। তিনি বলেন, সবুজ এবং স্থিতিস্থাপক প্রবৃদ্ধি অর্জনের প্রতি বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি দেখে আমি আনন্দিত, যা বিশ্বব্যাংকের নতুন দৃষ্টিভঙ্গির সাথে ভালোভাবে অনুরণিত, একটি বাসযোগ্য বিশ্বে দারিদ্র্য দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পালন করবে।
প্রতিবেদনে সবুজ বৃদ্ধির জন্য একটি গ্রিন গ্রোথ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক তৈরির সুপারিশ করে বলা হয়েছে, সবুজ প্রবৃদ্ধি নীতি এবং বিনিয়োগকে অগ্রাধিকার দেয়া এবং এর বাস্তবায়ন বাংলাদেশকে টেকসই পদ্ধতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। এটা বাস্তবায়নে মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি খাত, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় ও জোট অপরিহার্য। পাশাপাশি পরিবেশগত বাজারগুলোকে উৎসাহিত করতে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর জন্য প্রণোদনার মিশ্রণের ব্যবহার প্রয়োজন। একটি ফ্রেমওয়ার্ক দেশের অর্থনৈতিক ও খাতগত অগ্রাধিকারের সাথে সারিবদ্ধভাবে সবুজ প্রবৃদ্ধি কিভাবে বাস্তবায়িত হতে পারে- এর ভিত্তি হিসাবে কাজ করতে পারে। এটি বাংলাদেশের জন্য একটি ভবিষ্যতের দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে- যা সবুজ, জলবায়ু সহনশীল এবং আরো টেকসই বলে পরিগণিত হবে।
প্রতিবেদনে ৯টি মূলনীতি নির্দেশনার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবেশগত শাসনকে শক্তিশালী করা, পুনর্নবীকরণযোগ্য শক্তি বাণিজ্যের প্রচার, সবুজ শিল্প ও মানব পুঁজিতে বিনিয়োগ করা এবং জনস্বাস্থ্য ও কল্যাণের উন্নতি।
প্রতিবেদনে বলা হয়, এসব নীতি নির্দেশনার লক্ষ্য তিনটি অতিমাত্রায় লক্ষ্য অর্জন করা। এগুলো হচ্ছে- কার্যকর পরিবেশগত শাসন এবং শক্তির স্থানান্তর, সবুজ বৃদ্ধির জন্য নতুন ইঞ্জিন এবং দক্ষতা এবং একটি স্থিতিস্থাপক, সবুজ এবং স্বাস্থ্যকর সমাজে ন্যায্য রূপান্তর। সফল হওয়ার জন্য এসব নীতি নির্দেশনাগুলোকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের গ্রিন গ্রোথ এজেন্ডাকে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিতে হবে, যাতে বিশুদ্ধ বাতাস, পানি ও জমি, মানসম্পন্ন চাকরি, গতিশীলতা, পরিচ্ছন্ন প্রযুক্তি এবং মানব পুঁজিতে বিনিয়োগ অন্তর্ভুক্ত থাকে।


আরো সংবাদ



premium cement
প্যাভিলিয়ন বাতিলসহ ৪ দফা দাবিতে বাংলা একাডেমির মহাপরিচালককে স্মারকলিপি জনআকাঙ্ক্ষা ও সরকারের পথচলা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা

সকল