১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বঙ্গবন্ধুর হত্যাকারীরা ৭ মার্চ ৭ জুন পালন করতে দেয়নি : ওবায়দুল কাদের

-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। বঙ্গবন্ধুর হত্যাকারী স্বাধীনতাবিরোধী অপশক্তি ৭৫ পরবর্তী সময়ে ৭ জুন, ৭ মার্চ দিবস পালন করতে দেয়নি।
গতকাল শুক্রবার ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান তারই সাথে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। তিনি আরো বলেন, ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। ৬২ তে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না। ছয় দফা না হলে ৬৯-এর গণ-অভ্যুত্থান হতো কিনা সংশয় রয়েছে। এই ছয় দফা আমাদের ইতিহাসে বাক পরিবর্তন করেছে। ৭৫-এর পর ৭ জুন, ৭ মার্চ এই সব দিবস নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। তারা দেশের স্বাধীনতা মানে না।
বাজেট প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকের প্রসঙ্গটা অন্য দিকে নেবেন না। বাজেট নিয়ে আগামীকাল প্রতিক্রিয়া দেবো। বৃহস্পতিবার আমি একটা প্রতিক্রিয়া দিয়েছি। বারবার প্রতিক্রিয়া দেয়া ঠিক না। বাজেট নিয়ে বিরোধী দল যা বলেছে আগামীকাল সেটার জবাব দেবো।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

 

 


আরো সংবাদ



premium cement