১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আনুষ্ঠানিকতা ছাড়াই বেনাপোল-মংলা রুটে ট্রেন চলাচল শুরু

-

কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ৬৮৭জন যাত্রী নিয়ে বেনাপোল থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে গেল ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি।
প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিটে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রথম দিন ১০টা ২ মিনিটে ছেড়ে গেছে ট্রেনটি।
এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার। বেনাপোল থেকে যশোর হয়ে খুলনা পর্যন্ত চলাচল করে ‘বেতনা এক্সপ্রেস’ নামে একটি লোকাল ট্রেন। এখন ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে খুলনার ফুলতলা জংশন থেকে মোংলার দিকে যাত্রা করবে। তখন ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ট্রেনটি ‘মোংলা কমিউটার’ নাম ধারণ করে চলবে।
বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান বলেন, শনিবার সকাল ১০টা ২ মিনিটে প্রথমবারের মতো বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি খুলনা হয়ে যাবে গতকাল মংলায়। ২০২৩ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই রেলপথ উদ্বোধন করেন। গত ৩০ অক্টোবর ফুলতলা থেকে মোংলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু হলো।

বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর এটি মোংলায় পৌঁছে।
গত বুধবার রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো: আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শনিবার সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি দুপুর ১২টা ৩৫ মিনিটে মোংলায় পৌঁছাবে। এরপর মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে। এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার।
‘খুলনা-মোংলা রুটের জন্য এখনো জনবল নিয়োগ সম্পন্ন হয়নি’ জানিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালকুদার বলেন, রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে আপাতত ন্যূনতম জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, খুলনা থেকে ট্রেনটি ভোর ৬টায় ছেড়ে বেনাপোলে পৌঁছাবে সকাল ৮টায়। পরে সকাল ৯টা ১৫মিনিটে বেনাপোল থেকে ছেড়ে মোংলা পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। ফেরার পথে মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪ টায়।

 


আরো সংবাদ



premium cement
ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ রান মাহমুদুল্লাহর

সকল