১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বন্ধু রাষ্ট্রের কাছে তথাকথিত এমপিরাও নিরাপদ নয় : ফখরুল

নয়াপল্টনে বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : নয়া দিগন্ত -

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের শাসন, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা কি এখনো এই সরকারের সক্ষমতা দেখেন? বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, তাদের (আওয়ামী লীগের) তথাকথিত একজন এমপি বিদেশে নিখোঁজ হলেন। তার কোনো খবর দিতে না পারল বাংলাদেশ সরকার, না পারল তাদের বন্ধু রাষ্ট্র ভারত। তাহলে আমরা কী মনে করব? শুধু সাধারণ নাগরিক নয়, বন্ধু রাষ্ট্রের (ভারত) কাছে তথাকথিত এমপিরাও নিরাপদ নয়। এই ঘটনার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে।
গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এর জন্য দায়ী কে? দায়ী এই সরকারই। শাসকগোষ্ঠী সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের চেষ্টা করার জন্য এই ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গা থেকে, মিডিয়াগুলো বিশেষ করে বাইরের মিডিয়া থেকে আজিজকে (আজিজ আহমেদ) নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি। এখন বলছে, এটা নাকি রাজনৈতিক কথাবার্তা।
তিনি বলেন, সেনাবাহিনী আমাদের সবচেয়ে ভরসার স্থল। সেই সেনাবাহিনীকে সরকারের কারণে হেয় প্রতিপন্ন করা হয় সেটি কখনোই এ দেশের মানুষ মেনে নেবে না। এদেরকে (সরকার) সরিয়ে দেয়া ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া এখন আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, এই ইলেকশন (উপজেলা) নিয়ে আমি তো জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখি না। কেউ লক্ষও করছে না কোথাও ইলেকশন হচ্ছে। মিডিয়ায় কিছু কিছু দেখছি। নির্বাচনী ব্যবস্থাটার ওপরই মানুষের আস্থা চলে গেছে। খুব কষ্ট হয় যখন দেখি, আমাদের কিছু কিছু মিডিয়া সরকারের সমালোচনা করে না। হয়তো তারা ভয়ে করেন না অথবা বিভিন্ন কারণে করেন না। কিন্তু বিএনপির সমালোচনা করতে একেবারে সিদ্ধহস্ত। খুঁজে খুঁজে বের করছেন কোথায় কী আছে না আছে। জাতির সামনে সমস্যা তো এই সরকার, এই শাসকগোষ্ঠী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সড়কে সাবেক এমপি গোলাম মাওলা রনির ওপর ও সেগুনবাগিচায় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণের ওপরে হামলার ঘটনার নিন্দা জানান বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সারোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরাফত আলী সপুসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান যশোরের শার্শায় ৩০০ বিঘা সরকারি জমি উদ্ধার ষষ্ঠবারের মতো নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে ইংল্যান্ড বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা : টঙ্গিবাড়ীতে আ’লীগ নেতা গ্রেফতার

সকল