১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার

উদ্ধারে সহায়তার প্রস্তাব বিভিন্ন দেশের
দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার -

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন। ঘন কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়া উদ্ধার তৎপরতা ব্যাহত করছে, হেলিকপ্টারটি এখনো নিখোঁজ। প্রেস টিভি, আলজাজিরা ও রয়টার্স। ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী রাইসিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হয়।
দুর্ঘটনার খবের দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেনি নিখোঁজদের জন্য প্রার্থনা করে শাসনব্যবস্থায় কোনো ব্যাঘাত ঘটতে দেয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল আইআরজিসি কর্মীদের পরিবারের সাথে বৈঠকে তিনি নিখোঁজ হেলিকপ্টার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা আশাকরি সৃষ্টিকর্তা প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের জাতির কাছে ফিরিয়ে দেবেন। সবাইকে অবশ্যই এই নিখোঁজেদের সুস্থতার জন্য প্রার্থনা করতে হবে। ইরানি জাতিকে উদ্বিগ্ন হতে হবে না, দেশের কাজে কোনো ব্যাঘাত ঘটবে না।
এদিকে অনুসন্ধান দলের নেতা বলেছেন, হেলিকপ্টারের সাথে যোগাযোগ করা হয়েছে বলে আমরা তাদের জীবিত উদ্ধারে আশাবাদী। প্রেসিডেন্টের কার্যনির্বাহী বিষয়ের ডেপুটি মোহসেন মনসুরির জানিয়েছেন হেলিকপ্টারের একজন কর্মকর্তা এবং ফ্লাইট ক্রুদের একজন সদস্য দুর্ঘটনার পর যোগাযোগ করেছিলেন।
অনুসন্ধান দলের নেতা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘এটি ছিল এর মধ্যে একটি আশাব্যঞ্জক পয়েন্ট। এটি দেখায় যে ঘটনার তীব্রতা খুব বেশি ছিল না। কারণ ফ্লাইটে থাকা দু’জন বেশ কয়েকটি ক্ষেত্রে আমাদের লোকদের সাথে যোগাযোগ করেছিলেন।’
আর দেশটির রেড ক্রিসেন্ট বলেছে, যে ৬৫টি দল এখন এলাকায় কাজ করছে এবং কর্মকর্তারা বিশ্বাস করেন যে তারা হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার কাছাকাছি আছেন।
আকাশ পথে অনুসন্ধান স্থগিত : দেশটির জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র বাবাক ইয়েকতাপারাস্ত বলেছেন, রোববার সন্ধ্যায় অন্ধকার নেমে যাওয়ার পরপরই আকাশপথের অনুসন্ধান অকার্যকর হয়ে পড়ে। দুর্ভাগ্যবশত, ওই অঞ্চলজুড়ে তীব্র কুয়াশার কারণে আকাশ পথে অভিযান চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। সেখানে আরো অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে তাবরিজ এবং তেহরানে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ জানিয়েছে, যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানকার আবহাওয়া বেশ বিরূপ এবং কুয়াশাচ্ছন্ন। যা উদ্ধার অভিযানকে ব্যাহত করছে। দেশটির সরকারি টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে উদ্ধারকারীরা পৌঁছেছে। তবে ওই অঞ্চলটি কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে।
ভিডিওতে আরো দেখানো হয়েছে, প্রেসিডেন্ট রাইসির জন্য পুরো দেশজুড়ে দোয়া করা হচ্ছে। ৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এদিকে বার্তাসংস্থা রয়টার্সকে নাম গোপন রাখার শর্তে ইরানের এক কর্মকর্তা বলেছেন, তারা আশঙ্কা করছেন প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার ওপর খুব কাছ থেকে নজর রাখা হচ্ছে। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। আর যুক্তরাজ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমনওয়েলত ডেভলপমেন্ট অফিস থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গতকাল প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানে গিয়েছিলেন। সেখানে আজারি প্রেসিডেন্টের সঙ্গে দু’দেশের সীমানতবর্তী এলাকায় একটি ড্যাম উদ্বোধন করেন তিনি।
দুর্ঘটনার পর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের বহরে তিনটি হেলিকপ্টার ছিল। যার মধ্যে দুটি নিরাপদে ফিরে এসেছে। যে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে, সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলি-হাসেম। তিনি ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন। ইরানের জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহণমন্ত্রী মেহেরদাদ বাজারপাস অন্য দুটি হেলিকপ্টারে ছিলেন। যেগুলো নিরাপদে ফিরে এসেছে।
দেশটির আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, প্রেসিডেন্টের হেলিকপ্টারে যারা ছিলেন তারা জরুরি বার্তা পাঠাতে সমর্থ হয়েছিলেন।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ওয়াহিদি জানিয়েছেন, একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে। তবে তাদের সেখানে পৌঁছাতে সময় লাগবে। কারণ বর্তমানে সেখানে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। সরকারি সংবাদমাধ্যম ইরনা নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দিজমার নামের একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট রাইসি কী ধরনের হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে। তবে কয়েক দশক ধরে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দিয়ে রাখায় নতুন হেলিকপ্টার অথবা যন্ত্রাংশ ক্রয় করতে পারে না দেশটি। বর্তমানে ইরানের কাছে যেসব হেলিকপ্টার রয়েছে সেগুলোর বেশিরভাগই ১৯৭৯ সালের বিপ্লবের আগের।
মন্ত্রিসভার বৈঠক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর বৈঠক করেছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। এরপর ইরানের ভাইস প্রেসিডেন্ট ও কয়েকজন মন্ত্রী পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজের উদ্দেশে রওনা হন। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি ঝারোমি এসব তথ্য জানিয়েছেন।
গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলী বাহাদুরি ঝারোমি লিখেছেন, ‘আজ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়। এরপর এক্সিকিউটিভ ডেপুটি প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য তাবরিজের উদ্দেশে রওনা হয়ে যান।’
রাইসির মৃত্যুর শঙ্কা : এর মধ্যে বার্তাসংস্থা রয়টার্সকে নাম গোপন রাখার শর্তে ইরানের এক কর্মকর্তা বলেছেন, তারা শঙ্কা করছেন প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।
তিনি বলেন, হেলিকপ্টার বিধ্বস্তের পর প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা এখনো আশাবাদী। তবে দুর্ঘটনাস্থল থেকে যে তথ্য আসছে সেগুলো খুবই চিন্তার।
রাইসির জন্য প্রার্থনা : সরকারি টিভিতে আরও দেখানো হয়েছে, প্রেসিডেন্ট রাইসির জন্য পুরো দেশজুড়ে দোয়া করা হচ্ছে। ইরানের মাশাদ শহরে বাসিন্দারা ইব্রাহিম রাইসির জন্য প্রার্থনা করার উদ্দেশ্যে জড়ো হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা। তাকেসহ পররাষ্ট্রমন্ত্রীকে খুঁজে পাওয়া যাবে কি না, সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ।
রাইসির মৃত্যু হলে দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট : এদিকে এই দুর্ঘটনায় রাইসি যদি নিহত হন তাহলে দেশটির দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। ইরানের সংবিধানে বলা আছে, প্রেসিডেন্টের মৃত্যু হলে সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন সাপেক্ষে দায়িত্বভার গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট।
দেশটির সংবিধানে আরও বলা আছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন রাষ্ট্রের প্রধান। আর প্রেসিডেন্ট সরকার প্রধান এবং সেকেন্ড ইন কমান্ড। যদি প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যু হয় তাহলে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করবেন এবং ৫০ দিনের মধ্যে তিনি নতুন নির্বাচন আয়োজন করবেন।
আর্মেনিয়া সাহায্য করতে প্রস্তুত : আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে যে তারা ইরানের খবরে হতবাক এবং ইরানের প্রেসিডেন্ট এবং অন্যদের জন্য প্রার্থনা করছে।
‘উদ্ধার অভিযান অব্যাহত থাকায়, ইরানের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে আর্মেনিয়া প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’
মোদির উদ্বেগ : রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমরা এই দুঃসময়ে ইরানি জনগণের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
সহায়তা করতে প্রস্তুত সৌদি আরব, তুরস্ক : রিয়াদ ইরানের প্রতি সমর্থন জানিয়ে সৌদি আরব বলেছে তারা যে কোন সাহায্য দিতে প্রস্তুত। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, আমরা মহা উদ্বেগের সাথে বিধ্বস্তের খবরকে অনুসরণ করছি।
এদিকে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করতেও প্রস্তুত।


আরো সংবাদ



premium cement