টেক্সাসে ভারী বৃষ্টি ও ঝড়ে নিহত ৭
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৯ মে ২০২৪, ০০:০০
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে অন্তত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। মূলত গত বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়ে টেক্সাসের হিউস্টন শহর। এটি যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর। ঝড়ের কারণে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বহু বাড়ির জানালা উড়ে গেছে। এএফপি।
আবাসিক এলাকাগুলোতে উপড়ে গেছে গাছ ও বিদ্যুৎতের খুঁটি। জাতীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে, সাইপ্রাসের শহরতলীতে একটি টর্নেডোও আঘাত হেনেছিল। ঝড়ের পর তিনজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।
কিন্তু পরে আরো চারজনের প্রাণহানির খবর পাওয়া যায়। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার হিউস্টনের স্কুলগুলো বন্ধ রাখা হয়। তা ছাড়া অন্যান্য কর্মীদের বাড়িতে নিরাপদে থাকতে বলা হয়। শহরটিতে অনন্ত ২৩ লাখ মানুষ বসবাস করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা